‘ঠিক কাজই করেছেন বিরোধী দলনেতা’, শুভেন্দুর প্রশংসায় সুজন, পঞ্চায়েত নির্বাচনে কী সত্যিই এক হতে চলেছে বাম-রাম?

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সেই কারণে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে লড়াইয়ে নেমে পড়েছে। আর ক্রমেই প্রকট হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে শাসক দলের সংঘাত। তবে এবার শুভেন্দুর কাজকে সমর্থন করলেন বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। অনিয়মের অভিযোগ জানাতে শুভেন্দু যে নিজের মেইল আইডি (mail id) প্রকাশ করেছেন, সেই কাজের ভূয়সী প্রশংসা করলেন সিপিএম নেতা।
গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে মেইল আইডি প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। অনিয়মের কথা জানতে পারলেই যেন তাঁকে জানানো হয়, এমন আবেদন করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, কেন্দ্রের প্রকল্পে বাংলার নাম ব্যবহার করা হচ্ছে।
তিনি দাবী করেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের টাকায় যে সব রাস্তা তৈরি হচ্ছে, তার পাশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিতে হবে। সাংসদকে দিয়েই উদ্বোধন করাতে হবে। এই ধরনের অনিয়ম দেখলেই যাতে তাঁকে জানানো হয়, সেই আর্জিই করেছেন শুভেন্দু।
গতকাল, শনিবার এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “ঠিকই করছেন। এটাই বিরোধী দলনেতার কাজ। সরকারের কোথায় কী ভুল হচ্ছে, সেটা ধরিয়ে দেওয়া বিরোধী দলনেতার কাজ”। তিনি আরও বলেন যে তৃণমূলও কেন্দ্রে বিজেপির বিরোধী। তাই দিল্লিতে তৃণমূল যদি কোনও ভুল করে, তাহলে তা দেখানো তৃণমূলের কাজ। কিন্তু সুজন চক্রবর্তীর কথায়, তৃণমূল তা সবসময় করে না। তবে তিনি চান যাতে শুভেন্দু এমন ভুল শুধরানোর কাজ করেন।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর তরজাও চরমে উঠেছে। সেই বিষয় নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, “যে গড়নে শুভেন্দু বড় হয়েছেন, সেই গড়নেই অভিষেক বড় হচ্ছেন”। সুজনের কথায়, অভিষেক ও শুভেন্দু দু’জনেই যুব সভাপতি ছিলেন। তাই তাঁর মনে হয় যে এই লোক দেখানো দ্বন্দ্ব না করাই ভালো।
এদিকে, সুজনের মুখে বিরোধী দলনেতার প্রশংসা শুনে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন যে এর থেকেই বাম-রাম তত্ত্ব বেশ স্পষ্ট হয়েছে। তিনি এও দাবী করেন যে অভিযোগ যদি কারোর থাকেও, তাহলে তা জানানোর অনেক জায়গা রয়েছে, কেউ শুভেন্দুকে অভিযোগ জানাবেন না।