‘রাজ্য পুলিশ গরু পাচারকারীদের সাহায্য করছে’, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিস্ফোরক দাবী করলেন শুভেন্দু

রাজ্যে গরু পাচার মামলা (cattle smuggling case) নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে সিবিআই (CBI) গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। এবার এই পাচার নিয়ে বিস্ফোরক দাবী ল্রে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবী রাজ্য পুলিশের (State Police) মদতেই রাজ্যের নানান প্রান্তে গরু পাচার হচ্ছে।
গতকাল, রবিবার একটি ভিডিও টুইট করে শুভেন্দু দাবী করেন, “মমতার পুলিশ রাজ্যের হাইওয়ে দিয়ে আসানসোল, রায়গঞ্জ ও বাঁকুড়ায় গরু পাচার করছে। বিহারের রেজিস্ট্রেশন করা দু’টি গাড়ি আসানসোল দক্ষিণের নিউ এগরা গ্রামে পাকড়াও করেন স্থানীয়রা। ওই গাড়িগুলিতে আরজেডি’র প্রতীক লাগানো ছিল”।
Mamata Police is facilitating "Cattle Smuggling" through State Highways & District Roads of Asansol-Raniganj-Bankura circuit.
2 vehicles with Bihar Registration No. Plates & "RJD" symbol were intercepted by locals at New Egara Village; Asansol Dakshin; Paschim Bardhaman District. pic.twitter.com/mv4aZ0LX53— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 11, 2022
যদিও শুভেন্দুর এই দাবী নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ শাসক শিবির। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁর পাল্টা দাবী, সীমান্তে গরু পাচার হল বিএসএফ-কে তার দায় নিতে হবে। তিনি বিরোধী দলনেতাকে পরামর্শ দেন যাতে তিনি এই গরু পাচার সংক্রান্ত বিষয়ে টুইট না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই নিয়ে অভিযোগ জানান।
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই আবহে প্রত্যেক রাজনৈতিক দল একে অপরকে আক্রমণ শানাতে ব্যস্ত। একদিকে যখন রাজ্যের নানান দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা দিচ্ছে বিজেপি, অপরদিকে আবার তৃণমূলের তরফে এমন দাবী করা হয়েছে যে শুভেন্দুর কনভয়ে করে অস্ত্র, বোমা ঢুকছে রাজ্যে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাংলার আবহাওয়া বেশ গরম।