রাজ্য

বঙ্গ বিধানসভা নির্বাচনে অধিক গুরুত্ব পাচ্ছে নব্য বিজেপিরা! রাজীব, শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব

গতকালই প্রকাশিত হয়েছে বাংলা বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ। প্রস্তুতি জোরদার সব রাজনৈতিক দলের মধ্যেই। তবে সবচেয়ে বেশি বাংলার শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির মধ্যে।

তৃণমূল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাল করে লড়াইয়ে নামতে চলেছে সেখানে এখনো বিজেপি তরফে জানা যায়নি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলেছেন।

তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, দুই তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু-রাজীবকে নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে বঙ্গ বিজেপি। বাংলায় নির্বাচনের আগে রাজীব, শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

জানা গেছে, ভোটের মুখে বিজেপির রাজ্য কমিটিতে এবার জায়গা পেতে চলেছে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য কমিটিতে আসতে পারেন বৈশালী ডালমিয়াও। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বৈশালী ডালমিয়াকে আনা হচ্ছে রাজ্য কমিটিতে। যদিও প্রাক্তন তিন তৃণমূল বিধায়কই বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছিলেন । এবার তাদের বিজেপির রাজ্য কমিটিতেও নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলবদলের পুরস্কার‌ও পেয়েছেন তিনি। জুট কমিশনের বড় পদ পেয়েছেন শুভেন্দু অধিকারী। যা প্রায় ক্যাবিনেট মন্ত্রীর সমান। পেয়েছেন বিশেষ নিরাপত্তাও। এবার ভোটের মুখে রাজ্য কমিটিতে যাওয়া নিশ্চিত করলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিকমহলের মতে, মুকুলে নয়, বরং বাংলায় ভোট বৈতরনী পার হতে শুভেন্দুকেই বিজেপি বিশেষ ভরসা করছে বলে মনে করা হচ্ছে।
এবারের হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হেভিওয়েট শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে রীতিমতো বিজেপির হয়ে ছুটে দৌড়ে প্রচার করছেন তাঁরা।

বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে তাঁদের আরও বিশেষভাবে গুরুত্ব দিতে চায় বঙ্গ বিজেপি। আর সেদিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজীব, শুভেন্দু, বৈশালী ছাড়াও, রাজ্য কমিটিতে যাওয়া পাচ্ছেন প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, সুনীল সিং । তাঁরা প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ।

Back to top button
%d