রাজ্য

মমতাকে নকল করে ভোটের বাংলায় স্কুটিতে স‌ওয়ার স্মৃতি! টুইটারে ছবি পোস্ট করে কটাক্ষ সদ্য তৃণমূলী সায়নী’র

বাংলায় আট দফায় ভোট ঘোষণা হয়ে গেছে। শুধুু বাংলা নয় দেশের আরও চার রাজ্যেও নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু সমস্ত আলো কেড়ে নিয়েছে বঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলায় পদ্ম ফোটাতে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বিজেপি নেতারা।

আর তাই বাংলা নির্বাচন যে হাইভোল্টেজ হতে চলেছে তা বলা বাহুল্য। বাংলা‌ও হয়তো এত নাটকীয় নির্বাচন’ আগে কখনও দেখেনি।

একাধিক বড় বড় নেতার দল পরিবর্তন। শিল্পমহলে গেরুয়া-সবুজ রংয়ের খেলা সব‌ই বঙ্গ রাজনীতিকে প্রথমবারের মত এত ব্যাপক আকারে হয়েছে।

একদল ঝুঁকছে গেরুয়া শিবিরে তো অন্য দল সবুজে। কিছুদিন আগেই হুগলির সাহাগঞ্জের
সভায় রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, ক্রিকেটার মনোজ তিওয়ারি যোগদান করেন তৃনমূল শিবিরে আবার পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, যশ, কৌশিক রায় প্রমুখ তারকা গেরুয়া শিবিরের ঝান্ডা হাতে তুলে নেন।

আরও পড়ুন:WB Election 2021:বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা

আর এবার এই তারকারাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

যেমন একসময় তৃণমূলের তীব্র সমালোচনা করা বাম সমর্থক সায়নী ঘোষ‌ই এখন তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খুলেছেন।

সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দু’দিন আগেই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটারে করে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে পৌঁছন।

তারপরই গতকাল বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি স্কুটি চালিয়ে রাজ্যে প্রচার করেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপিকে এবার খোঁচা দিলেন তৃনমূলের সায়নী ঘোষ। মমতা এবং স্মৃতি ইরানির স্কুটি চালানর ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টুইটারে তিনি লেখেন, “আপনার সবচেয়ে বড় সমালোচক শেষমেস আপনার পদক্ষেপগুলি নকল করছে।”

সায়নীর কথায় বিজেপির নিজস্বতা বলে কিছুই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার বাংলার ভোট জিততে চাইছে বিজেপি!

Back to top button
%d bloggers like this: