প্রযুক্তি

যুগ যুগ Jio, এবার মাত্র 749 টাকাতেই এক বছরের জন্য আনলিমিটেড কল আর 4G ইন্টারনেট!

নিজেকে গ্রাহকদের চমক দিতে জিও-র জুড়ি নেই। নতুন বছরের জন্য কোন স্পেশাল অফার হোক কিংবা উৎসবে নিজেদের কোন প্ল্যানে ছাড়। সব কিছুতেই এগিয়ে রয়েছে জিও। তবে এবার মুকেশ আম্বানির সংস্থা যে অফার এনেছে তাতে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের। প্রকাশ্যে এল জিও ফোন ২০২১।

এখন যদি আপনি কেনেন তাহলে দু’বছরের জন্য আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং ৪জি ইন্টারনেট পরিষেবা, এর জন্য আপনাকে দিতে হবে ১৯৯৯ টাকা এবং সাথে পাবেন নতুন একটি জিও ফোন।

আরও পড়ুন – তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের

এছাড়াও পুরনো জিও ফোন থাকলে বছরে একবার আপনি ‌৭৪৯ টাকা দিয়ে রিচার্জ করাবেন। পেয়ে যাবেন এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কল পরিষেবা এবং প্রতিমাসে ২ জিবি হাই স্পিড ইন্টারনেট। আবার ১,৪৯৯ টাকা দিয়ে ২৪ মাসের ভয়েস কল পরিষেবা ফ্রি। সেই সঙ্গে প্রতি মাসে পাবেন ২জিবি করে ডেটা।

যুগ যুগ Jio, এবার মাত্র 749 টাকাতেই এক বছরের জন্য আনলিমিটেড কল আর 4G ইন্টারনেট! 2

আরও পড়ুন – বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা

বর্তমান যুগ প্রযুক্তির যুগ আর করোনা পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বেশ মন্দার মুখে পড়েছিল। এই টেলিকম সংস্থাগুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা চালাচ্ছে নিজেদের ব্যবসা ধরে রাখার জন্য।এক একটি কোম্পানি একেকসময় গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন অফার। এবারের এই অফার মানুষকে অনেকটাই আকৃষ্ট করবে বলে দাবি জিও কর্তৃপক্ষের।

Back to top button
%d