রাজ্য

‘বড় চোরটাকে আমার উপর ছেড়ে দিন, সামনের বছর আপনারা যা চাইছেন তাই-ই হবে’, কাঁথির সভা থেকে কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

এর আগে হাজরার সভা থেকেই ডেডলাইন (deadline) পিছনো শুরু হয়েছিল তাঁর। এরপর তাঁর এই তারিখ রাজনীতি নিয়ে তৃণমূলের (TMC) কাছে খোঁচা তো খেতে হয়েছেই, বিজেপির (BJP) মধ্যেও হয়েছে নানান সমালোচনা। তবে এবার একবার কাঁথির সভা থেকে বিজেপির কর্মীদের উদ্দেশে তারিখ, সাল নিয়ে নানান মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন সভায় শুভেন্দু বলেন, “আপনারা পঞ্চায়েতে লড়বেন তো? ছোট ছোট চোরগুলো তাড়াবেন তো? ১০০ দিনের কাজের টাকা চোরগুলোকে তাড়াবেন তো? আর বড় চোরটাকে আমার উপর ছেড়ে দিন”।

এরপরই নন্দীগ্রামের বিধায়ক বলেন, “সবে তো সূর্যটা সবে ডুবেছে। সন্ধেটা হয়নি। ডেটটা বদল হবে, মাসটা বদল হবে। সালটা বদল হবে না।’ যদিও ডিসেম্বর থেকে মাস যদি পিছিয়ে গিয়ে বদল হয় তাহলে সালও বদলে যাওয়ার কথা”।

শুভেন্দুর সংযোজন, “সামনের বছরটা আপনাদের খুব ভাল কাটবে। আপনারা যা চাইছেন তাই হবে”। এদিন ফের একবার স্পষ্ট করে শুভেন্দু বলেন, বিধায়ক ভাঙিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে না। তাঁর কথায়, “ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। এখানে রাষ্ট্রবাদী সরকার হবে আর উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে”। 

এই বিষয়ে তৃণমূলের এক মুখপাত্র বলেন, “এরপর বলবেন ২০২৪-এ মোদী জিতলে তারপর বাংলায় ধামাকা হবে। দিলীপ ঘোষও জানেন, শুভেন্দুর গ্যাস বেলুন লিক হয়ে গেছে। সাধারণ মানুষ তো বুঝতেই পারছেন”।

এদিনের সভায় আবাস যোজনা নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। নানান জেলা থেকেই আবাস যোজনায় দুর্নীতি নিয়ে নানান অভিযোগ আসছে। এই নিয়ে শুভেন্দু এদিন বলেন, কেউ যদি বেনিয়মে আবাস যোজনার টাকা পায়, তাহলে তার নাম যেন সাংগঠনিক স্তরে জমা দেওয়া হয়। তিনি নিজের সেই টাকা ফেরানোর ব্যবস্থা করবেন বলে জানান বিরোধী দলনেতা।

শুধু তাই-ই নয়, এদিন শুভেন্দু এও বলেন যে অনেক যোগ্য মানুষ যাদের আবাস যোজনায় টাকা পাওয়া উচিত, তারাই টাকা পাচ্ছেন না। অথচ যাদের নিজস্ব পাকাবাড়ি, তাদের নাম উঠছে তালিকায়। শুভেন্দুর কথায়, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতালে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আবাস যোজনার টাকা সকলে পেয়ে যাবেন, তা একেবারে নিশ্চিত।

Back to top button
%d