কুন্তল অভিষেকের নাম ভাঙিয়ে একাই ৫০০ কোটি টাকা তুলেছেন, ফের বিস্ফোরক মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে রাজ্যে উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে। প্রথম থেকেই তাপস মণ্ডল (Tapas Mandal) বলে এসেছেন যে এই দুর্নীতির নাটের গুরু নাকি কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এবার ফের একবার আজ, বৃহস্পতিবার কুন্তলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
এদিন তাপস মণ্ডলকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করার সময় আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “আগে আমি বলেছিলাম ১০০ কোটির খেলা। এখন যেটা শুনছি, সেটা হল ৫০০ কোটি টাকার খেলা”। এখানেই থামেননি তাপস মণ্ডল। তিনি আরপ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কুন্তল যে টাকা তুলেছে সেই টাকা হাওয়ালায় খাটাচ্ছে। জেলে বসে টাকা খাটাচ্ছে”।
কুন্তলকে নাকি জেলের ভিতর অত্যাচার করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দেওয়ার জন্য। এমনটাই অভিযোগ করেছেন কুন্তল। এই বিষয়ে তাপসকে প্রশ্ন করা হলে তিনি কুন্তলের বিষয়ে বলেন, “আরে সব নাটক। ওর নাটক আপনারা জানেন না তো! শুধু দেখতে থাকুন। আরও অনেক নাটক দেখবেন”।
এর আগে কুন্তলের টাকা খাটানো, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া ইত্যাদি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। শান্তনু আর কুন্তল দু’জনেই বলাগড়ের ছেলে। কুন্তলকে একটা সময়ে ভাই বলেই পরিচয় দিতেন শান্তনু। সেই কুন্তল সম্পর্কে শান্তনু বলেছিলেন, “কুন্তল হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে নিজের সব টাকা অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে”।
ইডি ইতিমধ্যেই দাবী করেছে যে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল সব মিলিয়ে সাড়ে তিনশো কোটি টাকা তুলেছিলেন। আর আজ আবার তাপস বললেন যে কুন্তল নাকি একাই অভিষেকের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছিলেন। তাঁর এহেন মন্তব্যে তদন্তের মোড় অন্যদিকে ঘুরতে পারে।
প্রসঙ্গত, তাপস মণ্ডলই কুন্তল থেকে শুরু করে শান্তনু, গোপাল দলপতি, কালীঘাটের কাকু, এমন নানান নাম ইডি-কে জানিয়েছিলেন। এরপর তাঁকেও গ্রেফতার করে ইডি। তিনি বারবার প্রথম থেকেই বলে এসেছেন যে কুন্তল খুব ধূর্ত। ওর মতো লোক খুব কম হয়। যদিও অনেকের কথায়, তদন্তের অভিমুখ ঘোরাতে তাপস মণ্ডল কৌশলভাবে এই কাজ করছেন না তো? তাপসের এই দাবীর পর ইডি কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।