রাজ্য

‘তৃণমূল চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, ষড়যন্ত্রের শিকার’, সিবিআইয়ের ১৫ ঘণ্টা তল্লাশি শেষে দলের প্রতি ক্ষোভ জাহির তাপস সাহার

১৫ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই (CBI)। গতকাল, শুক্রবার বিকেলে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। আজ, শনিবার সকালে সিবিআই বেরিয়ে যাওয়ার পর নিজের দলের প্রতিই ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক। তাঁর দলেরই কেউ কেউ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবী তারা। জানা গিয়েছে, নথি সংগ্রহের জন্য বিধায়কের বাড়ি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গিয়েছিল সিবিআই। অনেক নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

রাতভর বিধায়কের বাড়ি তল্লাশি চালায় সিবিআই। তাপস সাহার দাবী, তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি সংবাদমাধ্যমে জানান, যে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। তাঁর কথায়, তদন্তকারীদের মুখে তৃণমূলের স্থানীয় নেতা মলয় বিশ্বাস বা মিঠুর নাম শোনা গিয়েছে। তাঁর দাবী, পরিকল্পনা করে সিবিআই এসেছিল।

এদিন তিনি এও স্পষ্ট জানান যে এই পরিস্থিতিতে দল যে তাঁর পাশে নেই। তাপস সাহার কথায়, “আমি চক্রান্তের শিকার”। কিন্তু কার চক্রান্ত? বিধায়ক বলেন, “বিজেপিও চক্রান্ত করেছে, তৃণমূলও করেছে”। দলের কেউ কেউ যে তাঁর নাম বলেছেন, সে কথা নাকি শোনা গিয়েছে সিবিআই-এর মুখেও।

তাপস সাহা জানান, এখনও পর্যন্ত দল তাঁর পাশে দাঁড়ায়নি। দলের কোনও নেতা তাঁর সঙ্গে কথাও বলেননি। তবে কি দলের প্রতি অভিমান জন্মেছে তাঁর? তৃণমূল নেতার স্পষ্ট জবাব, “আমি লড়াই করা মানুষ। দল ছাড়ব না। এটাকেই তো রাজনীতি বলে। যাঁরা চক্রান্ত করেছে তাঁদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে”।

শুধুমাত্র তাপস সাহার বাড়িতেই নয়, তাঁকে নিয়ে বেতাই কলেজেও যায় সিবিআই। তাপস সাহা ওই কলেজের পরিচালন সমিতির সদস্য। যদিও বেতাই কলেজে তল্লাশি চালিয়ে সেভাবে কিছু মেলেনি। অধ্যক্ষের ঘরও এদিন খতিয়ে দেখে সিবিআই। বিধায়কের দাবী, কলেজে কিছু পাওয়া যায়নি।

তিনি জানিয়েছেন যে তাঁর দুটি ফোন ও ছেলের কিছু নথি নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁর ভাইঝির চাকরির নথিও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর ভাইঝি স্কুলে চাকরি করেন। তাপস সাহার দাবী, তাঁর ভাইঝি মেধাবী, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে সে।

Back to top button
%d bloggers like this: