রাজ্য

‘টাকাপয়সা ও মহিলার ধান্দা নিয়ে লোকজনদের দলের বাইরেই রাখা উচিত’, বিরোধী দল থেকে বিজেপিতে আসা নেতাদের কটাক্ষ তথাগতর

নানান সময় নানান ইস্যু নিয়েই মুখ খুলতে শোনা যায় তাঁকে। একদা তিনি বাংলার রাজ্যপাল পদে ছিলেন। তবে আজকাল আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা মেলে না তাঁর। তবে টুইটের (Tweet) মাধ্যমে নিজের মতামত রাখেন তিনি। এবারও ফের একবার সংবাদমাধ্যমে বঙ্গ বিজেপিকে (Bengal BJP) নিয়ে মুখ খুললেন তথাগত রায় (Tathagata Roy)। একুশের নির্বাচনে বিজেপি হার থেকে অন্য দল থেকে লোকজন নিয়ে আসা নিয়ে রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করলেন তথাগত।

তথাগত রায়ের মতে, তৃণমূল ও সিপিএম থেকে আসা নেতদের উপর ভরসা করেই ভুল করেছে বঙ্গ বিজেপি। আদি বিজেপি নেতাদের উপর ভরসা রেখে তথাগত রায় বলেন, “‌আমার চিরকালই এমন মনে হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সে কথা বারবার বলেও ছিলাম। কিন্তু কেউ সে কথায় কর্ণপাত করেননি। ফলও মিলেছে হাতেনাতে। পালে প্রবল হাওয়া থাকা সত্ত্বেও হেরে ভূত হয়ে গেল বিজেপি। তাতে নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম এই বলে যুক্তিও সাজানো হল”।

তথাগত রায়ের মতে, যারা বাইরে থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তারা বিশেষ ধান্দা নিয়ে এসেছেন। তাই তাদের দলের বাইরে রাখাই ভালো বলে মনে করছেন তথাগতবাবু। তবে তিনি যে সকলকে একথা বলেছেন, তেমনটা। যারা নির্বাচনের ফলাফলের পর দলবদল করেছেন বা এখনও করছেন, তাদেরকেই নিশানা করেছেন তিনি।

তথাগত রায়ের কথায়, “দলের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যাঁরা শুধু টাকাপয়সা, মহিলার ধান্দা নিয়ে এসেছেন, তাঁদের যতদূর সম্ভব বাইরে রাখা উচিত। তাঁরা কারা, সকলে জানেন। দলের ভিতরের সকলে তো জানেনই”।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ হিসেবে কামিনী কাঞ্চনে ডুবে থাকার তত্ত্ব তুলে ধরেছিলেন তথাগত রায়। এবারও তেমনটাই বললেন তিনি। তাঁর কথায়, “একুশের নির্বাচনে বিজেপির গোহারা হওয়ার জন্য কামিনী কাঞ্চনে ডুবে থাকার কথা বলেছিলেন তথাগত। এদিনও আবার সেই কথাই ফিরে এসে তিনি বলেন, “একজন অভিনেত্রীর নানা গুণাগুণ রয়েছে। সে কথায় যাচ্ছি না। কিন্তু সেই অভিনেত্রী বিজেপির টিকিট পেয়ে তৃণমূলের একজন তাবড় নেতার সঙ্গে স্টিমার পার্টিতে গিয়ে জলকেলি করলেন। তারপরও তাঁর টিকিট বাতিল হল না! এমন কাজ সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ কখনও করেন। এমনকী দলের মধ্যে এই নিয়ে কোনও প্রতিবাদই শোনা যায়নি”।

Back to top button
%d bloggers like this: