প্রেমের মাসে বাংলায় ফের শুরু শীতের ইনিংস, ভালোবাসার মরশুমে ভিজতে পারে বঙ্গ

চলছে ফেব্রুয়ারি মাস। আর ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। নিজের প্রিয়জনকে আরও কাছে পাওয়ার ইচ্ছাটা যেন এই মাসে আরও প্রবল হয়ে ওঠে। আর এই মরশুমেই এবার ফের নতুন ইনিংস শুরু করল শীত। আজ, শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ, শনিবার সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ।
দক্ষিণবঙ্গে আপাতত শীতের ছোটোখাটো একটা ইনিংস শুরু হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার হেরফের খুব একটা হবে না বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের নানান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে তিন ডিগ্রি কম। রবিবার পর্যন্ত একই আবহাওয়া বজায় থাকবে। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফের তাপমাত্রার পারদ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছলেও ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ফের আভাওার পরিবর্তন হবে। আবহবিদদের মতে, ফের একবার তাপমাত্রার পতন হতে পারে। এরই মধ্যে আগামী সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে আবার, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। তামিলনাড়ু এবং কেরল উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশার কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের নানান রাজ্যে পশ্চিমী ঝঞ্চার প্রভাব পড়বে। উত্তরপ্রদেশ, অসম, মেঘালয় মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে।