রাজ্য

সারদা মামলা নিয়ে ফের তৎপর ইডি, কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত সিপিএম নেতা-সহ ইস্টবেঙ্গল কর্তা, পি চিদম্বরমের স্ত্রীয়ের

ফের সারদা মামলা (Sarada Scam Case) নিয়ে তৎপর হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (Enforcement Directorate)। এবার এই মামলায় সিপিএম প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস (Deben Biswas), ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar), পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম-সহ (Nalini Chidambaram) একাধিক সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৬ কোটি টাকারও বেশি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইডি-র তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে পিএমএলএ আইন অনুযায়ী, আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সারদা মামলায় ৩ কোটি ৩০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি ও ৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

আর সেই নির্দেশ অনুযায়ীই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাস, কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার ও অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত অঞ্জন দত্ত।  

ইডি বিবৃতিতে আরও জানায়, বাজার থেকে ২,৪৫৯ কোটি টাকা তুলেছিল সারদা গোষ্ঠী। এর মধ্যে সুদীপ্ত সেনের এই সংস্থা লগ্নিকারীদের ১,৯৮৩ কোটি টাকা ফেরাতে পারেনি। এই মামলায় ইডি এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় প্রতিক্রিয়া জানতে এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল সিপিএমের প্রাক্তন বিধায়ক দেবেন বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, “আমি খুবই অসুস্থ। জ্বর, কাশি এবং অর্শের সমস্যায় ভুগছি। কোনও বিষয়ে এখন কথা বলতে পারব না”। তিনি এও বলেন যে এই মুহূর্তে তিনি সল্টলেকের বাড়িতে রয়েছেন। রাণাঘাটে তাঁর পৈতৃক বাড়ি।

এই ঘটনা প্রসঙ্গে দেবব্রত সরকার ওই সংবাদমাধ্যমে জানান, “আমি কিছু জানি না। আমার আইনজীবীও কিছু জানেন না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম”।

Back to top button
%d bloggers like this: