রাজ্য

তীব্র দাবদাহে পুড়ছে দুই বঙ্গই, গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, কাঠফাটা গরম থেকে কবে মিলবে মুক্তি? বৃষ্টি কী আদৌ হবে?

সকাল হতেই রোদের তেজ বাড়ছে। উত্তর-দক্ষিণ, দুই বঙ্গই গরমে পুড়ছে। একফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছে রাজ্যবাসী। কিন্তু বৃষ্টির দেখা নেই। আর অন্যদিকে তাপমাত্রা বাড়ছে হু হু করে। কলকাতা-সহ পশ্চিমের অনেক জেলাতেই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কোথাও আবার ৪০ পেরিয়ে গিয়েছে। বৃষ্টি কবে হবে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

আজ, রবিবার সকালবেলা আকাশ সামান্য মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে রোদের তেজ। এর সঙ্গে তো আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছেই। আজ, রবিবারও বৃষ্টি নিয়ে কোনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। তবে আগামীকাল, সোমবার থেকে আবহাওয়া সামান্য পরিবর্তন হলেও হতে পারে বলে জানা যাচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ৬ জুন অর্থাৎ মঙ্গলবার থেকে আকাশ মেঘলা থাকবে, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এমনই আবহাওয়া থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাহতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

আবার জুন মাসেই তিনটি ঘূর্ণাবর্তর পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে এই ঘূর্ণাবর্তগুলি তৈরি হতে পারে। নিম্নচাপের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজই বর্ষা ঢোকার কথা কেরলে। যদিও বাংলায় কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে কোনও আশার খবর এখনও শোনাতে পারে নি আবহাওয়া দফতর।

Back to top button
%d bloggers like this: