স্বস্তি মিলবে না এখনই, আরও বাড়বে তাপমাত্রা, চলতি সপ্তাহেও চলবে তাপপ্রবাহ, দুঃসংবাদ দিল হাওয়া অফিস

তপ্ত গরমে পুড়ছে গোটা বাংলা। চামড়ায় জ্বালা ধরানো গরমে নাজেহাল বঙ্গবাসী। এখন সকলের মুখে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? কিন্তু কোনও আশার খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। উপরন্তু তাপমাত্রা আরও বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। লু বওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। এমন পরিস্থিতি বজায় থাকবে আরও ২-৩ দিন। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। হাওয়া অফিসের মতে, শুক্রবার পর্যন্ত এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী চার-পাঁচদিনে অন্তত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
নানান জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। বেলা বাড়লেই লু বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আজ, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৫ থেকে ৮৮ শতাংশ।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বালুরঘাটে তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ছুঁয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, উত্তরবঙ্গেও তাপপ্রবাহ হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি বাদে বাকি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশা-বিহার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। উত্তর পশ্চিম, মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকবে বলে খবর।