ভাইপো চোর! নবজোয়ারের মিছিলের মাঝেই উঠল স্লোগান, গাড়ি থামিয়ে তেড়ে গেলেন অভিষেক, ভিডিও পোস্ট সুকান্তর

চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। প্রায় শেষের পথেই তা। কিন্তু শেষবেলাতে এসে ঘটল এক কাণ্ড। গাড়ি করে নবজোয়ার কর্মসূচি সারছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’ধারে সাধারণ মানুষ। রয়েছে পুলিশও। এসবের মাঝেই স্লোগান উঠতে থাকে, ‘ভাইপো চোর’, ‘ভাইপো চোর’ বলে। এরপরই ঘটে এক ঘটনা।
এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। এই ভিডিওতে দেখা যায়, ওই স্লোগান শোনার পরই থেমে যায় অভিষেকের কনভয়। সজাগ হয়ে ওঠে পুলিশও। গাড়ি থেকে নেমে তেড়ে যান তৃণমূল নেতা।
ভিডিওতে দেখা যায় মূল রাস্তা থেকে গলির ভেতর ঢুকে যান অভিষেক। পুলিশ কর্মীরাও ছুটতে শুরু করেন তাঁর পেছনে। চারপাশের লোকজনের মধ্য়ে কোনও চাঞ্চল্য দেখা যায়নি ভিডিওতে। এরপর গলি থেকে বেরিয়ে আসেন তৃণমূল নেতা। পুলিশকে কিছু বলেন তিনি। হাত জোড় করে নমস্কার করেন। কিন্তু কারোর কোনও হেলদোল চোখে পড়ে নি সেভাবে। এরপর তাঁর গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিল রাস্তায়। তিনিও ফের পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর বেরিয়ে যায় কনভয়।
Brazen display of arrogance and power by @abhishekaitc
If ‘Calling Chor’ makes him so much offended, imagine the atrocities and violence they resort to against the BJP candidates and workers.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 15, 2023
এই ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার লেখেন, “ক্ষমতার দম্ভের প্রকাশ। যদি চোর ডাক শুনে তিনি এতটা রেগে যান তবে ভেবে দেখুন, বিজেপির প্রার্থী ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে তারা কী ধরনের অত্যাচার ও হিংসা ঘটাচ্ছেন”। তবে এই ভিডিওর নীচে লেখা রয়েছে অমিত মালব্যর থেকে প্রাপ্ত।
সুকান্ত মজুমদারের এই টুইটের নীচে একজন কমেন্ট করেছেন, “দম থাকলে সামনে বলবি তো লুকিয়ে গেলি কেন? অপর একজন লিখেছেন, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর”।
নিয়োগ দুর্নীতিতে একের পর এক শাসক দলের নেতার নাম জড়িয়েছে। তাদের অনেকেই অনেক সময় ‘চোর’ স্লোগান শুনতে হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছে অভিষেককেও। এবার তাঁকেও ‘চোর’ স্লোগান দেওয়া হল।