অভিষেকের ‘নবজোয়ার’-এর আগেই তৃণমূলে বড় ভাঙন, দিলীপ ঘোষের হাত ধরে হাজার তৃণমূল কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ‘সংযোগ যাত্রা’ কর্মসূচি শুরু করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি শুরু হবে কোচবিহার থেকে। এর আগেই বড় ভাঙন ঘটল ঘাসফুল শিবিরে। মেঘলিগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অনেক কর্মী-সমর্থক।
আগামী মঙ্গলবার কোচবিহার থেকে শুরু হচ্ছে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি। আজ, সোমবার বিকেলেই কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূলের দুই পঞ্চায়েত সমিতির সদস্য সহ এক হাজার কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
গতকাল, রবিবার মেঘলিগঞ্জের ধূলিয়াবাজারে বিজেপির তরফে আয়োজন করা হয় এক যোগদান সভার। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দেন মেঘলিগঞ্জের পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব কুমার রায় ও মৃত্যুঞ্জয় রায়। এরপর তাদের নেতৃত্বেই এই যোগদান সভায় এক হাজার তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। তৃণমূলের দুর্নীতি ও ঘুষকাণ্ডের জেরে দলের প্রতি ক্ষোভ থেকেই তৃণমূল ছাড়েন তারা, এমনটাই জানিয়েছেন।
জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় রায় মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন৷ পাশাপাশি সঞ্জীব চন্দ্র রায় মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন। দুই পঞ্চায়েত সমিতির সদস্যের যোগদান করায় আগামী পঞ্চায়েত নির্বাচনে মেখলিগঞ্জ পঞ্চায়েত এলাকায় রাজ্যের শাসকদলকে যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বলে রাখি, এই কিছুদিন আগেই দিনহাটা কেন্দ্রের ভেটাগুড়ি পঞ্চায়েত এলাকা থেকে অনেক তৃণমূল কর্মী-সমর্থক যোগ দেন বিজেপিতে। বেশ কয়েকজন নতুন কর্মীও যোগ দেন বিজেপিতে। কেন্দ্রীয় মন্ত্রু নিশীথ প্রামাণিকের হাত ধরে হয় এই যোগদান।