রাজ্য

‘অনেক দূরে চলে যাচ্ছি, দশ বছর পর নিজের পায়ে দাঁড়িয়ে তবেই ফিরব’, মা-কে চিঠি লিখে বাড়ি ছাড়ল ১৪ বছরের তিন স্কুলপড়ুয়া

গৃহশিক্ষকের বাড়ি পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল তিন স্কুলপড়ুয়া। তারপর আর ফেরেনি কেউই। পড়ুয়াদের পরিবারের দাবী, তাদের অপহরণ করা হয়েছে। এক পড়ুয়া যদিও মায়ের উদ্দেশে চিঠি লিখে রেখে গিয়েছে। তাতে লেখা, “দশ বছর পর নিজের পায়ে দাঁড়িয়ে তবেই ফিরব”। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তাহেরপুর থানা এলাকায়।

জানা গিয়েছে ওই তিন স্কুল পড়ুয়ার নাম অপূর্ব দাস, দেব বিশ্বাস এবং সায়ন সরকার। অপূর্ব এবং দেব নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাসিন্দা। আর শান্তিপুর থানা এলাকায় সায়ন সরকারের বাড়ি। নিখোঁজদের তিনজনের বয়সই ১৪ বছর। অপূর্ব এবং দেব বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। আর আরবান্দি নেতাজি বিদ্যাপীঠের ছাত্র সায়ন সরকার।

পড়ুয়াদের পরিবারের দাবী, গত বৃহস্পতিবার গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরোয় তারা। তবে এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের অনুমান, কেউ বা কারা তাদের প্রলোভন দেখিয়ে কোনও দুষ্টচক্র অপহরণ করেছে।

দেবের পরিবারের তরফে জানানো হয়েছে, সে একটি প্যান্ট ও একটি জামা নিয়ে গিয়েছে। একটি চিঠি লিখে রেখে গিয়েছে সে। মায়ের উদ্দেশে দেব লিখেছে, “অনেক দূরে চলে যাচ্ছি, দশ বছর পর নিজের পায়ে দাঁড়িয়ে তবেই ফিরব”। জানা গিয়েছে, দেবের বাবার এটিএম কার্ড থেকে ২০০০ টাকাও তোলা হয়েছে।

অপরদিকে, বাকি দুই পড়ুয়া কোনও টাকা বা জামাকাপড় কিছুই নিয়ে যায়নি বাড়ি থেকে, এমনটাই জানান তাদের পরিবারের লোকজন। পুলিশে খবর দেওয়া হয়েছে। নানান গুরুত্বপূর্ণ স্টেশনে খোঁজ শুরু করেছে পুলিশ। ব্যস্ততম শহরেও চলছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত তাদের কারোরই খোঁজ মেলেনি।

Back to top button
%d bloggers like this: