তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের! তৃণমূল বুথ সভাপতিকে ব্যাপক মারধর, মাথা ফাটাল দুষ্কৃতীরা, উত্তপ্ত জলঙ্গী

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার স্থান জলঙ্গী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন তৃণমূল বুথ সভাপতি রাজ্জাক মণ্ডল। তিনি জলঙ্গীর সাদিখারদিয়াড় অঞ্চলের ২১৭ নম্বর বুথের সভাপতি। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় মোশারেফ হোসেন নামে আরও এক তৃণমূল নেতা আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার রাত ৯টা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখারদিয়াড় হাসপাতাল মোড় এলাকায়। গুরুতর আহত রাজ্জাক মন্ডলকে চিকিৎসার জন্য পাঠানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেই কারণে পরবর্তীতে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।
এলাকাবাসীদের কথা অনুযায়ী, এদিন সকালে বুথ সভাপতি রাজ্জাক মণ্ডল ও তৃণমূল কর্মীরা সাদিখারদিয়াড় হাসপাতাল মোড় এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। সে সময় একদল যুবক বাইকে করে এলাকায় ঢোকে। তাদের সকলের হাতেই অস্ত্র ও লাঠি ছিল বলে জানা গিয়েছে। এরপর হামলা চালায় তৃণমূল বুথ সভাপতির উপর। তৃণমূল কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনায় দুজন তৃণমূল নেতা জখম হন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন বুথ সভাপতি রাজ্জাক মন্ডল। ঘটনা দেখে এলাকাবাসীরা ছুটে আসলে চম্পট দেয় দুষ্কৃতীরা। মোশারেফ হোসেন নামে আরও এক তৃণমূল নেতা জখম হয়েছেন। তিনি জলঙ্গি দক্ষিণ চক্রের মাদার কমিটির সদস্য।
এ্রই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পরবর্তীতে পৌঁছয় জলঙ্গী থানার ওসি সহ পুলিশ। স্থানীয়দের দাবী, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনায় আঙুল তোলা হয়েছে সাদিখারদিয়াড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মহাবুল ইসলামের দিকে।