রাজ্য

Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

গতকালই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলাগড়ের প্রার্থী হিসাবে তিনি নাম ঘোষণা করেছেন দলিত সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট মনোরঞ্জন ব্যাপারীর। তারপর থেকেই বলাগড়ে খুশির হাওয়া বয়ে গিয়েছে কারণ এলাকায় মনোরঞ্জন ব্যাপারী অত্যন্ত জনপ্রিয়।

কিন্তু সোশ্যাল মিডিয়া যে অন্য কথা বলছে। এক ফেসবুক ব্যবহারকারী কালকে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে। যেখানে তিনি মনোরঞ্জন বাবুর নিজের লেখা একটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করেছেন। তার সেই পোস্টের পরেই উঠেছে প্রবল সমালোচনার ঝড়। ‌ সেই পোস্ট মুহূর্তে হয়ে গিয়েছে ভাইরাল।

আরও পড়ুন – প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন

কী আছে সেই পোস্টে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়া নারীদের যৌন হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, মনোরঞ্জন ব্যাপারী একজন ধর্ষকাম মানসিকতার পুরুষ! তার স্বপক্ষে বেশকিছু স্ক্রীনশট তিনি ওই পোস্টের কমেন্ট বক্সে পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, মনোরঞ্জন বাবু নিজের ফেসবুক ওয়ালে বেশ ফলাও করে এক আদিবাসী মহিলাকে মলেস্ট করার কথা সাহিত্যিক ভঙ্গিমাতে রসিয়ে রসিয়ে লিখেছেন। সেই সঙ্গে সেই আদিবাসী মহিলার শরীরের পুঙ্খানুপুঙ্খ বিবরণও রয়েছে তার পোস্টে। এমনকি ও নিয়েও লিখেছেন ওই আদিবাসী মহিলা যেহেতু তাকে ঘুরিয়ে চড় মারে নি(মারতে পারেনি) তার মানে ওই মহিলাও তার যৌন হেনস্থাকে উপভোগ করেছে!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়ার বক্তব্য, মনোরঞ্জন ব্যাপারী গোটা ঘটনাটিকে সাহিত্য বলে বর্ণনা করলেও কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই লেখাটি পড়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে, তাহলে বোঝা যাবে ঠিক কোন প্রকৃতির মানুষ মনোরঞ্জন বাবু। নিজের মানসিকতা কতটা বিকৃত হলে এরকম ঘৃণ্য লেখা তিনি লিখতে পারেন।

Exclusive: দিদির 'Important Person' বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট! 2

তবে এই ঘটনা নাকি নতুন নয়। মনোরঞ্জন ব্যাপারী আজ থেকে বছর দুয়েক আগে একটি বাচ্চা মেয়ের জামা কাপড় নিয়েও মন্তব্য করেছিলেন! সেই মন্তব্যের স্ক্রীনশটও পোস্ট করা হয়েছে। যেহেতু বাচ্চা মেয়েটি সালসা নাচছিল তাই পোশাক সেই অনুযায়ী পরেছিল। সেই দেখে মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য ছিল, মেয়েটি যত বড় হবে তার পোশাকের আয়তন তত ছোট হবে এবং পুরুষদের আন্দোলন থেকে বিভ্রান্ত করবে। স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়া ওই কমেন্টে প্রতিবাদ করায় তাকে ব্লক করে দেন মনোরঞ্জন ব্যাপারী। সেই সময়ে অনেকেই নাকি তাকে বারণ করেন এটা নিয়ে বাড়াবাড়ি না করতে কারণ মনোরঞ্জন ব্যাপারী নাকি ভীষণ ইনফ্লুয়েনশিয়াল একজন মানুষ।

Exclusive: দিদির 'Important Person' বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট! 3

আরও পড়ুন – আগামীকাল রাজ্যে মোদী, ব্রিগেডে মহা সমাবেশ বিজেপির, রাজকীয় আয়োজনের প্রস্তুতি তুঙ্গে

স্বাভাবিকভাবেই পোস্টের তলাতে জমছে মহিলাদের কমেন্টের ভিড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, সেখানে তিনি এমন একজনকে প্রার্থী ঘোষণা করলেন যিনি মহিলাদের বিচার করেন তার পোশাক দেখে, সাহিত্যের আড়ালে মহিলাদের মলেস্ট করার কথা সোশ্যাল মিডিয়ায় সগর্বে পোস্ট করতে পারেন। তাহলে এই রাজ্যে নারী সুরক্ষার হাল কীরকম একথা স্পষ্ট বোঝা যাচ্ছে, মন্তব্য অনেক মহিলার।

পোস্টের বক্তব্য সম্পূর্ণ পোস্টদাতার এবং স্ক্রীনশট তিনিই পেশ করেছেন। ‘খবর ২৪×৭’ শুধুমাত্র খবরটি প্রকাশ করেছে।

Back to top button
%d