রাজ্য

WB Election 2021: ভোট না দিলে ‘জলও দেব না, কিচ্ছু দেব না’, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর

প্রথম দিন ভোট প্রচারে নেমেই বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। এবারে সপ্তগ্রাম থেকে প্রার্থী হয়েছেন তিনি। কিন্তু ভোট প্রচারে নেমে জনগণকে রীতিমতো ভয় দেখাতে দেখা গেল তাঁকে। বললেন, যেখানে তিনি ভোট পাবেন না, সেখানে তিনি জলও দেবেন না, কিচ্ছু দেবেন না। তাঁর এই হুঁশিয়ারির বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির।

শুক্রবারই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর পরদিনই প্রচারে নামেন তপনবাবু। পোলবা-দাদপুরের সেনেটে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। বলেন, “যেখানে আমার ভোট পড়বে না, বুথ দেখব। লাইনও যাবে না, জলও যাবে না, পরিষ্কার কথা। সব বিজেপিকে দিয়ে করাতে হবে। জলও দেব না, কিচ্ছু দেব না”।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। বিজেপির দাবী, নিজেদের হার বুঝতে পেরেই প্রচারের প্রথম দিনই মেজাজ হারিয়েছে তপন দাশগুপ্ত। এই কারণে ভোটারদের হুমকিও দিচ্ছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ২২০০০ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

এদিন তপন দাশগুপ্তের এই মন্তব্যের বিরুদ্ধে তিনি একটি ভিডিও টুইট করে তাঁকে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি লেখেন, “সপ্তগ্রাম বিধানসভার তৃণমূলের প্রার্থী তপন দাশগুপ্তকে ভোট না দিলে মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা লাইট ও জলের ব্যবস্থা বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। পিসির শিষ্যরা হেরে যাওয়ার ভয়ে মানুষকে হুমকি দিয়ে ভোট করাতে চাইছে। মানুষ হুমকিকে আর পরোয়া করে না”।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

তবে তপন দাশগুপ্তের এই মন্তব্যের বিষয়ে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা সুদীপ্ত রায়। তাঁর দাবী, তপনবাবু আবেগের বশে মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন। ‘প্রবীণ রাজনীতিক’ তিনি। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোনও পরিষেবা মিলবে না। বিজেপির শুধু মুখেই বড় বড় কথা। তপনের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবী সুদীপ্ত রায়ের।

Back to top button
%d bloggers like this: