রাজ্য

রাজ্যে মোদীর ঐতিহাসিক সভার আগেই নদিয়ায় গুলিবিদ্ধ বিজেপি নেতা! রাজ্যজুড়ে আক্রান্ত গেরুয়া কর্মী-সমর্থকরা

আজ রবিবাসরীয় দুপুরে ব্রিগেডে মেগা জনসভা বিজেপির। আর তার আগেই রাজ্যজুড়ে আক্রান্ত হলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

চলল গুলিও। জানা গেছে, ব্রিগেডের প্রচার করার সময় নদিয়ার হরিণঘাটায় বিজেপির বুথ সভাপতি সঞ্জয়় দাস গুলিবিদ্ধ হন। তাঁকে জখম অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভরতি করা হয়। ব্রিগেডে যাওয়ায় বাধা দিতেই সঞ্জয়কে গুলি করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এছাড়াও ভাঙড়ে বিজেপি কর্মী, সমর্থকদের বাসে ভাঙচুরের‌ও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জবাবে সাকসা গ্রামে  তৃণমূল সমর্থকদের উপরেও হামলা চলে বলে অভিযোগ।

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে অক্সিজেন দিতে, এবং বিজেপিকে বাংলার মসনদে বসানোর লক্ষ্য নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী এদিন সকালে ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সাকসা গ্রামের কাছে বিজেপি কর্মী, সমর্থকদের একটি বাস আটকে তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ বিজেপির। হামলার পর কয়েকজনের মোবাইল কেড়ে নেওয়া হয়। পালটা তৃণমূল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। এরপর ঘটনায় বোমাবাজিও চলে এলাকায়। এ নিয়ে সকালের দিকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনকে আটক করা হয়েছে।
Back to top button
%d