WB Election 2021: ফের ধাক্কা খেল শাসকদল, বিজেপিতে যোগ দিচ্ছেন জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর

নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন আরও বেশি ভাঙনের চিত্র পরিষ্কার হয়ে উঠছে ঘাসফুল শিবিরে। ফের ধাক্কা খেল তৃণমূল। ভাঙছে পানিহাটি পুরসভা। জানা গিয়েছে, পুরসভার কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন বিজেপিতে।
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের প্রতি অসন্তোষ প্রকাশ করছিলেন কৌশিক চট্টোপাধ্যায়। পানিহাটি পুরসভা এলাকায় কৌশিকের যথেষ্ট খ্যাতি রয়েছে। কিন্তু তাঁর অভিযোগ পানিহাটি এলাকায় উন্নয়ন একেবারেই স্তব্ধ। সেখানকার রাজনীতি বিধায়ক নির্মল ঘোষের পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছে বলেই দাবী কৌশিকবাবুর।
এই কারণেই তিনি তৃণমূল ছাড়তে চান। জানা গিয়েছে, আজ বুধবার বিকেলে বিজেপির হেস্টিংসের কার্যালয়ে তিনি গেরুয়া দলে যোগ দেবেন। তাঁর সঙ্গে বিজেপির দফতরে যাবেন বিউটি অধিকারী-সহ আরও কিছু বিদায়ী কাউন্সিলর। এঁরা সকলেই আজ বিজেপিতে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন- যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে?
কিছু মাস ধরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে দলবদলের রাজনীতি। নানান প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়ক তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। নির্বাচনের আগেই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে শাসকদল।