রাজ্য

মিহির সেনগুপ্তের পদত্যাগের কারণ প্রশান্ত কিশোর? উঠল ঘুষের বিনিময়ে রিপোর্ট তৈরির অভিযোগ!

সম্প্রতি প্রশাসনিক সমস্ত ক্ষেত্র থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ কোচবিহার কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির সেনগুপ্ত (Mihir Sengupta)। তৃণমূল জেলা কমিটি গঠন করা নিয়ে সম্প্রতি সমস্ত দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিহিরবাবু। তার পর থেকে বন্ধ রয়েছে দলের ধর্মসভার অফিসও। একই সঙ্গে শীর্ষ নেতৃত্ব চাইলে বিধায়ক পদ ছাড়তে পারেন বলেও তিনি জানিয়েছেন।

আর এবার বেশ কয়েকদিন মুখ চুপ করে থাকার পর তাঁর পদত্যাগের কারণ হিসেবে দেখা দিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। দলের সদস্যদের প্রভাবিত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের সঙ্গে পিকের সংস্থা আইপ্যাকের (ipack) সদস্যদের ঘনিষ্ঠতা তাঁদের তৈরি করা রিপোর্টের উপরে প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ করেছেন বিধায়ক। তৃণমূল হাইকমান্ডকে তিনি জানিয়েছেন, ঘুষের বিনিময়ে রিপোর্ট তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, জেলা ও ব্লক কমিটি গড়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্লক কমিটি গঠনের উদ্দেশে প্রত্যেক বিধায়কের থেকে তালিকা চেয়েছিল রাজ্য নেতৃত্ব। সেই সঙ্গে, দলের জেলা সভাপতিদের থেকেও তালিকা চাওয়া হয়। একই সঙ্গে টিম পিকে তৃতীয় একটি তালিকা প্রস্তুত করে, যেখানে জোর দেওয়া হয় বিধায়কের দলীয় সাংগঠনিক কাজে অন্তর্ভুক্তি ও উদ্যোগ এবং তাঁর ভাবমূর্তির উপরে।

টিম পিকে-র এই তালিকা নিয়েই পক্ষপাতের অভিযোগ তুলেছেন মিহিরবাবু-সহ একাধিক তৃণমূল বিধায়ক‌ই। এই ঘটনা নিয়ে কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে তাঁদের বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। সমাধান খুঁজতে কলকাতায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি ও খোদ প্রশান্ত কিশোর। কিন্তু তাতে চিঁড়ে যে ভেজেনি তা মিহির গোস্বামীর পদ ছাড়াতেই প্রমাণিত।

উক্ত বিধায়কের ঘনিষ্ঠরা দাবি করেছেন, মিহির বাবুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত কোচবিহার এক নম্বর ব্লকের অধীনে নয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই পঞ্চায়েতগুলি নিয়ে একটি প্রশাসনিক ব্লক গঠন করেছে তৃণমূল। সেই ব্লকের সভাপতি হিসেবে যাঁর নাম প্রস্তাব করেছিলেন মিহিরবাবু, তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি বলে বিধায়ক অনুগামীদের দাবি। তাঁদের অভিযোগ, পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতি পার্থপ্রতিমবাবুর ঘনিষ্ঠ নেতাকে।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: