দেদার চলছে বেআইনি নির্মাণ, কাঠগড়ায় তৃণমূল পুরবোর্ড, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কটাক্ষ বিরোধীদের

বেআইনিভাবে বাড়ি নির্মাণ চলছে। এমনই অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে। এই ঘটনায় সোচ্চার হয়েছে বিরোধীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে, ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের শেয়ার দেদার চলছে বেআইনি বাড়ি নির্মাণ। তাতে হুঁশই নেই প্রশাসনের।
অভিযোগকারী দীপঙ্কর দালাল জানিয়েছেন, “আমার পুকুরের পাশে সহদেব শাসমল নামে এক ব্যক্তি বেআইনিভাবে বাড়ি তৈরি করেছে। প্রায় এক মাস আগে আমি ঘাটাল পৌরসভায় বেআইনিভাবে বাড়ির নির্মাণের অভিযোগ করেছি। পৌরসভা কোনওরকম হস্তক্ষেপ করেনি”।
তিনি আর জানান যে পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি। তিনি জানিয়েছেন যে চেয়ারম্যান তাঁকে বলেছেন যে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দে-র সঙ্গে যাতে তিনি কথা বলেন। তিনিও বেআইনি নির্মাণ বন্ধ করতে তৎপর।
গত দেড় মাস ধরে ঘাটাল পৌরসভার ১৬ ওয়ার্ডের বেআইনি ভাবে চলছে বাড়ি নির্মাণ চলছে বলে অভিযোগ। তবে এই বাড়ির মালিক সহদেব শাসমলের সঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন প্রতিক্রিয়া দেয়নি। ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি নির্মাণের ব্যাপারে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়ার কাছে যাওয়া হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘাটাল পৌরসভায় এই বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছে সিপিএম ও বিজেপি নেতারা। ঘাটালের সিপিআইএম নেতা চিন্ময় পাল এই বিষয়ে বলেন, “এখন তৃণমূল নেতারা শুধু ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নয় একেবারে রাজ্যজুড়ে কয়লা থেকে বালি, গরু থেকে সোনা এমনকি বেকার যুবকদের চাকরি পর্যন্ত চুরি হচ্ছে। কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে”।
অন্যদিকে, বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে কাজ করে এসেছে, অবৈধভাবে তোলাবাজি আর সিন্ডিকেট তৈরি করেছে গোটা বাংলা জুড়ে, ঘাটালে অবৈধভাবে বাড়ি নির্মাণ এটা আর নতুন কিছু নয়, আমরা চাই আইনি পথে সঠিকভাবে সঠিক কাজ হোক”।