বিজেপিকে ভোট দিলে মিলবে না কন্যাশ্রী প্রকল্পের ফর্ম, পড়ুয়াকে সাফ জানালেন অশিক্ষক কর্মচারী তথা তৃণমূল নেতা, তুমুল শোরগোল

বিজেপিকে যদি ভোট দেওয়া হয়, তাহলে কন্যাশ্রীর ফর্ম পাওয়া যাবে না, এমন কথা বলারই অভিযোগ উঠল স্কুলের অশিক্ষক কর্মী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রধান শিক্ষকের কাছে এই নিয়ে নালিশ জানানো হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ওই তৃণমূল নেতা রামেশ্বর রায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ বিদ্যালয়ে।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, সম্প্রতি ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী টুম্পা হাজরা কন্যাশ্রীর ফর্ম নিতে যায়। স্কুলের অশিক্ষক কর্মচারী তথা স্থানীয় তৃণমূল নেতা রামেশ্বর রায়ের কাছে গিয়েছিল টুম্পা। অভিযোগ, রামেশ্বর বাবু ওই ছাত্রীকে বলেন তোমরা ভোটের সময় যাকে তাকে ভোট দেবে আর কন্যাশ্রীর জন্য আমার কাছে আসবে এটা হতে পারে না। এই কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় টুম্পা।
বাড়ি ফিরে একথা পরিবারকে জানায় সে। টুম্পার মা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এই নিয়ে নালিশ জানান। অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবী তোলা হয়। শুধু তাই-ই নয়, গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ-সহ অন্যান্য কাজের জন্যও নাকি ওই অশিক্ষক কর্মী মোটা টাকা হাতিয়েছেন।
কী জানাল টুম্পা?
ওই ছাত্রীর কথায়, “আমি স্কুলে এসে কন্যাশ্রীর ফর্ম চেয়েছিলাম। আমাকে রামেশ্বর বাবু দেননি। উল্টে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। টুম্পার মা মামনি হাজরা বলেন, আমরা কোথায় ভোট দিয়েছি তা আমার মেয়ে কী ভাবে জানবে। কেন এমনটা করা হল আমার মেয়ের সঙ্গে। এ বিষয়ে কথা বলতেই আমরা হেড মাস্টারের কাছে গিয়েছিলাম”।
এক স্থানীয় বাসিন্দার কথায়, “রামেশ্বরবাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাবিধ অভিযোগ রয়েছে। উনি টুম্পা হাজরাকে বলেছেন তোমার বাবা-মা বিজেপিকে ভোট দিয়েছে। তাই কন্যাশ্রীর ফর্ম দেওয়া যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।
সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক দিনেশ সিনহা এই বিষয়ে বলেন, “রামেশ্বর রায় স্কুলের কাজে সাহায্য করেন। পাশাপাশি রামেশ্বর তৃণমূল করেন বলে শুনেছি। যারা অভিযোগ করেছে তারা সবাই বিজেপির লোক বলে শুনেছি। গ্রামে ভোটের সময় সমস্যা হয়। কিন্তু তাই বলে এভাবে স্কুলের মধ্যে রাজনীতিকে জড়িয়ে দেওয়া কাম্য নয়। আমি এদের কাছে প্রমান চেয়েছি। কিন্তু এরা প্রমান দিতে পারেনি”।
কী বক্তব্য অভিযুক্তের?
অভিযুক্ত রামেশ্বর রায়ের দাবী, “পুরো ঘটনা মিথ্যা। এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে”।
এই ঘটনায় কটাক্ষ ধেয়ে এসেছে বিজেপির তরফে
বিজেপি নেতা শ্যাম প্রসাদ জানান, “তৃনমূলের এটাই কালচার। বিজেপি করলে কন্যাশ্রী ফর্ম দেবে না। রাজ্যে কী তালিবানি শাসন চলছে? যদিও তৃণমূলের জেলা কমিটির সদস্য নিতাই কর বলছেন, বিজেপি মিথ্যা অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দল মত নির্বিশেষে সকলেরই পায়। ওদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন”।