রাজ্য

এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ, ‘ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন’, তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী

ঈদের দিন কলে জল নেই। পানীয় জল সরবরাহ বন্ধ গোটা এলাকাজুড়ে। এর জেরে নাওয়া-খাওয়া মাথায় উঠল এলাকাবাসীর। কিন্তু জল কেন পড়ছে না কল থেকে? একটু খোঁজখবর নিতেই জানা গেল, পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল প্রার্থী আনিরুল ইসলাম নাকি এলাকায় জল সরবরাহ বন্ধ করে রেখেছেন ইচ্ছাকৃতভাবে।

ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়ায়। সেখানে ইচ্ছাকৃতভাবে এলাকায় পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনাকে নিয়ে ওই প্রার্থীর অনুগামীদের সঙ্গে বচসায় জড়ান এলাকাবাসীরা। এমনকি, দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আনিরুল ইসলাম সর্দার এই এলাকার একটা অংশে পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এর জেরে তাদের সকলকে বেশ অসুবিধায় পড়তে হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে এক এলাকাবাসী বলেন, “আমরা ইদের দিন থেকে জল পাচ্ছি না। সরকারি প্রকল্পের জল কেন বন্ধ করা হবে”? তিনি আরও বলেন, “নিজের এলাকায় বেশি জল দেওয়ার জন্য পাশের এলাকায় জল বন্ধ করে দিয়েছেন”। গ্রামবাসীদের দাবী, সবাইকে জল দিতে হবে।

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আনিরুল ইসলাম মল্লিক। তাঁর আবার পাল্টা দাবী, “চক্রান্ত করে কেউ এই কাজ করেছে। স্থানীয় মানুষজন যাতে জল পায় তার জন্য আমি চেষ্টা করে এসেছি । আসলে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে”।

Back to top button
%d bloggers like this: