রাজ্য

‘জেল থেকেই ফোন করে সব নির্দেশ দিচ্ছেন কেষ্টদা, কললিস্ট ঘাঁটলেই পরিষ্কার হয়ে যাবে’, অনুব্রতকে নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে বিস্ফোরক দাবী করলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। তাঁর অভিযোগ, তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর (Bikash Roy Chowdhury) সঙ্গে জেল থেকেই ফোনে কথা হয় কেষ্টর। আর সেই নির্দেশেই দল পরিচালনা হচ্ছে। কললিস্ট ঘেঁটে দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে বলেও দাবী করেন তিনি। বিরোধীরা এতদিন এমন দাবী করে আসছিলেন। এবার সেই একই দাবী শোনা গেল খোদ তৃণমূল নেতার মুখেই।

গতকাল, রবিবার নানুরের উচকরন গ্রাম পঞ্চায়েতের বন্দর বাসস্ট্যান্ডে চা চক্রে যোগ দেন কাজল শেখ। এই অনুষ্ঠান শেষে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “হয়ত জেল থেকে বিকাশদার সঙ্গে কেষ্টদার ফোনে কথা হচ্ছে সেই কারণেই উনি বলছেন কেষ্টদার কথামতো চলছে। তাঁর ফোন চেক করলেই বোঝা যাবে”।

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও যে কোর কমিটির বৈঠক হয়নি সেই নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং আমি জানিয়েছি কোর কমিটির বৈঠক হওয়ার আগে জেলা কমিটির বৈঠক কী করে সম্ভব”?

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “আপনাদের মুখ থেকেই শুনলাম। যদি কিছু বলে থাকেন, এটা বিভ্রান্তিকর খবর”। এই নিয়ে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, “কোন তথ্য থেকে সমৃদ্ধ হয়ে তিনি এমন কথা বলেছেন? আমার মনে হয় যদি এমন কিছু ঘটে থাকে সামনা সামনি ব বসে মিটিয়ে নেওয়া উচিত”।

কাজল শেখের এহেন মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপিও। এই বিষয়ে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, “কেষ্টবাবু থেকে যতটা পারছেন কলকাঠি নাড়ার চেষ্টা করছেন। কিন্তু সবটা নাড়া যাচ্ছে না। সেই কথাগুলো সামনে চলে আসছে”।

বলে রাখি, গত শনিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে ছিল বীরভূমের জেলা  কমিটির বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন নানুরের তৃণমূল নেতা তথা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ। কিন্তু বৈঠক চলাকালীনই হঠাৎ দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে যান। তিনি অভিযোগ আনেন যে তিনি কোর কমিটির সদস্য হলেও তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এর পাশাপাশি কোর কমিটির বৈঠক না ডাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই কারণেই ওই বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

প্রসঙ্গত, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূমের রাজনীতির অন্দরে অস্বস্তি বেড়েছে। সেই কারণে পরিস্থিতি সামাল দিতে বীরভূমে সফরে গিয়ে কোর কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কমিটিতে রয়েছেন বীরভূম জেলা কোর কমিটিতে রয়েছেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাতে প্রত্যেক সপ্তাহে কোর কমিটির সদস্যরা বৈঠক করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সেই নির্দেশের ১০ দিন হয়ে গেলেও কোনও বৈঠক হয়নি কোর কমিটির। অথচ জেলা কমিটির বৈঠক হয়েছে কীভাবে? তা নিয়ে প্রশ্ন তুলেই ক্ষোভ উগড়ে দেন কাজল শেখ।

Back to top button
%d