রাজ্য

‘শুধরে যান, সাবধান হয়ে যান, নাহলে কাজল-ঝড় উঠবে’, অনুব্রতর সুরেই বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি বীরভূমের তৃণমূল নেতার

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election)। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই শাসক-বিরোধী, উভয়েরই আক্রমণের ঝাঁঝ আরও তীব্র হচ্ছে। এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সুরেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) তুমুল হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। পৌষ মেলা, বসন্ত উৎসব নিয়ে উপাচার্যকে হুঁশিয়ারি দিয়ে তাঁকে শুধরে যাওয়ার কথা বলেন তৃণমূল নেতা।

গতকাল্ম শনিবার বোলপুরের কঙ্কালীতলার একটি সভা থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি শানান কাজল শেখ। নানুরের নেতা বলেন, “যেভাবে বিশ্বভারতীর পৌষমেলা, বসন্ত উৎসব সহ অন্যান্য ঐতিহ্য নষ্ট করছেন তা মোটেই আমাদের জন্য ভালো উদাহরণ নয়। তাই এবার সাবধান হয়ে যান। শুধরে যান। এখনও সময় আছে। না হলে কাজল ঝড় উঠবে”।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ তুলে ফের একবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশে কাজল শেখ বলেন, “শুধরে যান। না হলে খুব খারাপ ফল হবে। কারণ আমি যেটা বলি সেটা করে দেখাই। তার থেকে বেশি করে দেখাই”।

তৃণমূল নেতার দাবী, পৌষমেলা বসন্ত উৎসব বোলপুরই নয় গোটা বাংলার তথা দেশের ঐতিহ্য। আর বিশ্বভারতীর উপাচার্য সেসব বন্ধ করে দিয়েছেন। কাজল শেখের কথায়, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “জেলা কোর কমিটিতে এই বিষয়ে আলোচনা করছি। কিছু একটা নিশ্চয়ই উঠে আসবে। তারপর দেখা যাবে”।

এই প্রসঙ্গে বাম সরকারের উৎখাতের প্রসঙ্গও টানেন নানুরের তৃণমূল নেতা। তিনি বলেন, “২০১১ সালের আগে বামফ্রন্ট ভেবেছিল, তারা সরকারের মসনদ থেকে সরবে না। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উৎখাত করেছেন। এখন উপাচার্য (বিদ্যুৎ চক্রবর্তী) যেটা করছেন, কয়েকদিন অপেক্ষা করুন। দেখতে পাবেন, তিনি পদ থেকে সরে যাবেন”।

এরপরই বেশ হুঁশিয়ারির সঙ্গে কাজল শেখ আরও বলেন, “আমার মন্ত্রী হওয়ার কোনও লক্ষ্য নেই। মা-মাটি-মানুষের দল করি। এটা আমার নেশা। যে বাংলার ঐতিহ্যকে নষ্ট করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চালাব”।

Back to top button
%d bloggers like this: