রাজ্য

‘ঝুকেগা নেহি শা…’, ভরা সভায় ‘পুষ্পা’ ছবির সংলাপ তৃণমূল নেতার মুখে, তুমুল বিতর্কে জড়ালেন মনোজ তিওয়ারি

নানান সময় নানান তৃণমূল নেতাকেই (TMC Leader) নানান বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে এর আগে। আর সেসব মন্তব্যের জন্য একাধিক সময় বিতর্কেও (Controversy) জড়িয়েছেন তারা। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwarim)। ভরা সভায় ‘পুষ্পা’ ছবির সংলাপ বলে উঠলেন তিনি।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দলের কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করতে গতকাল, রবিবার একটি সভায় যোগ দেন তিনি। বিরোধীদের সঙ্গে লড়তে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়তে উত্তেজনার বশে ‘পুষ্পা’ ছবির বক্সঅফিস কাঁপানো সংলাপ বলেন মনোজ তিওয়ারি। বলেই দেন, “ঝুকেগা নেহি শা…”। আর এর জেরেই শুরু হয় তুমুল বিতর্ক।

মনোজ তিওয়ারিকে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা উমেশ রাই বলেন যে তৃণমূল নেতার এহেন বক্তব্য আসলে দলের চরিত্রটাই তুলে ধরে। গোটা তৃণমূল দলটাই পুষ্পা  ছবির মতো। উমেশ রাইয়ের কথায়, “বাংলার সরকারটাই তো পুষ্পা ছবির মতো। একজন চন্দন কাঠ পাচারকারী যেভাবে কথা বলে, তৃণমূলের নেতাও একইরকম ভাবে কথা বলে। ঝুকেগা নহি সা** বলে। এতেই তৃণমূল দলটার আসল চেহারা ধরা পড়ে”। উমেশ রাইয়ের দাবী, বাংলায় যুবপ্রজন্মের অধিকার খর্ব করা হচ্ছে, তাঁদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে চলেছে।

তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই ড্যামেজ কন্ট্রোল করতে উদ্যোগী হন তৃণমূল নেতা মনোজ তিওয়ারি। তাঁর এমন সংলাপ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার ওভাবে প্রকাশ্যে বলা উচিত হয়নি”।

বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে নিজের ছবির সংলাপ বলা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। মিঠুন বলেছিলেন, “আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলে ছবি”। মিঠুনের বিরুদ্ধে হুমকির অভিযোগ ওঠে। এমনকি, আদালত পর্যন্ত এই ঘটনার জল গড়ায়।

Back to top button
%d bloggers like this: