রাজ্য

‘মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও আর বৈঠকে যাব না’, নিজেকে ‘বিদ্রোহী বিধায়ক’ ঘোষণা করে বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী

ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার তিনি বললেন, “অভিষেক কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও আমি আর দলের বৈঠক যাব না। আমি নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করেছি”। বিদ্রোহী বিধায়ক দলের কোনও বৈঠকে যায় না, জানিয়ে দিলেন তিনি।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে এহেন মন্তব্য করলেন ইসলামপুরের বিধায়ক। বলে রাখি, গত ৩০শে এপ্রিল তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে। নব জোয়ার কর্মসূচিতেও বিধায়ককে আমন্ত্রণ জানাননি জেলা সভাপতি।

এই বিবাদের নিষ্পত্তি করার জন্যই বিধায়কের বাড়ি যাওয়ার কথা ছিল অভিষেকের। অভিষেক যাবেন বলে ঘরবাড়ি সাজিয়েও রেখেছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। কিন্তু শেষ মুহূর্তে অভিষেক আর যান নি বিধায়কের বাড়ি। ফলে এই কারণে বেশ অভিমান হয় আব্দুল করিম চৌধুরীর।

এরপর থেকেই দলীয় নেতারা বিধায়ককে তাচ্ছিল্য করা শুরু করেন। ফলে নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষনা করেছিলেন তিনি। ১লা মে রায়গঞ্জের দূর্গাপুরে সাংগঠনিক বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও আব্দুল করিম চৌধুরী অনুপস্থিত থাকায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল।

এরপর এই ঘটনার পর নিজেকে গুটিয়েই নিয়েছিলেন আব্দুল করিম চৌধুরী। অভিষেকের বৈঠকে যে তিনি যান নি, তারা নজরে আসে তাঁর। এই কারণে তিনি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কানাইয়ালাল আশ্বাস দিয়েছিলেন যে তিনি বিবাদ মিটিয়ে নেবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার কয়েকদিন কেটে যাওয়ার পর জেলা সভাপতি তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি বলেই অভিযোগ করেছেন বিধায়ক। এরপর বিধায়ক বেশ কয়েকদিন মৌনব্রত ধারণ করে থাকার পর শুক্রবার আবার বিস্ফোরক মন্তব্য করেন।

আব্দুল করিম চৌধুরী বলেন, “কানাইয়ালাল আগরওয়ালই এই সমস্যা তৈরি করেছে। তিনি কোন মুখে সমস্যা মেটাতে আসবেন? যদিও জেলা সভাপতি আমার বাড়িতে এলে তাঁকে ফুল দিয়ে বরন করে নেওয়া হবে। আমি আজ থেকে রাজনীতি করছিনা। বহু বছর ধরে রাজনীতির আঙিনায় রয়েছি আমি। আমারও কিছু চাহিদা, আশা ও সম্মান রয়েছে”।

Back to top button
%d bloggers like this: