বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী, জীবনে শান্তি বজায় রাখতে স্ত্রীকে প্রেমিকের হাতেই তুলে দিলেন স্বামী

স্ত্রী জড়িয়েছেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে। সেই সম্পর্ক থেকে বারবার বেরিয়ে আসার কথা বললেও শোনেন নি তিনি। জীবনে তাই শান্তি বজায় রাখতে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতেই তুলে দিলেন স্বামী নিজেই। সাত বছরের মেয়েকেও নিয়ে যেতে চান নি স্ত্রী। তাই সন্তানকে নিজের কাছেই রেখে দিয়েছেন স্বামী।
ওই যুবক ফুলিয়ার বসাকপাড়ার বাসিন্দা। ৮ বছর আগে পাশের রায় পাড়ার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল ওই যুবকের। সাত বছরের একটি মেয়েও রয়েছে তাদের। শুরু থেকেই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। সেই কারণে আলাদাী থাকতেন স্বামী-স্ত্রী।
ওই যুবক জানান, তিনি যা আয় করেন, তাতে বেশ স্বচ্ছলভাবেই কেটে যেত তাদের জীবন। বেশ ভালোভাবেই সংসার চলত তাদের। স্ত্রীর আবদার মেটাতে একটি স্মার্টফোনও কিনে দিয়েছিলেন তিনি। সেই ফোনেই স্থানীয় এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। এরপর ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়।
ওই যুবক জানান, “জানতে পেরে ওকে অনেকবার বারণ করেছি। তাতে আমাকে হুমকি দিত। তারপর দেখলাম এই অশান্তির জীবন কোনওভাবেই কা ম্য নয়। তাই ওকে ওর ভালবাসার লোকের হাতেই তুলে দিলাম”।
জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার বেশ ঝগড়াঝাটি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। যুবকের কথায়, এদিন তিনি শেষবারের মতো স্ত্রীয়ের থেকে জানতে চান যে তিনি কী চান। জবাবে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাঁর প্রেমিকের সাথেই চলে যেতে যান।
স্ত্রী এও জানান যে তিনি নিজের মেয়ের কোনও দায়িত্ব নিতে পারবেন না। এরপরই প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। এখন মেয়েকে মানুষের জন্য মানুষ করাই ওই যুবকের একমাত্র লক্ষ্য।