রাজ্য

শুরু হুমকি পর্ব! তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব, ভোটারদের সরাসরি হুমকি চোপড়া’র বিধায়ক হামিদুল রহমানের

বাংলায় ভোটের ডঙ্কা বেজে গেছে। চালু হয়ে গেছে নির্বাচনী আচরণ বিধি। আর ভোটের চাপে সেইসঙ্গে শালীনতার সীমা পার করছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

এবার রাজ্যের শাসক দল তৃণমূলের এক বিধায়ক সরাসরি হুমকি দিলেন ভোটারদের। বললেন তৃণমূল কংগ্রেসকে যাঁরা ভোট দেবে না তাঁদের দেখে নেওয়া হবে।

 

আরও পড়ুন-WB Election 2021: ৭ই বিজেপির ব্রিগেড মঞ্চে সৌরভ! মোদীর হাত ধরেই কী তবে গেরুয়া শিবিরে পদার্পণ মহারাজের? 

মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার আলোরানি ময়দানে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক হামিদুল রহমান বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আর যাঁরা বেইমানি করেন ভোটের পরে তাদের সঙ্গে দেখা হবে।’ যখন বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকতে চাইছে রাজ্যের শাসক দল তখন এই রকম মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

তবে নিজের বক্তব্য নিয়ে কোন‌ওরকম অনুশোচনা নেই বিধায়কের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তাঁর বক্তব্যকে ভালো-মানুষ ভালো ভাবে নেবেন আর খারাপ মানুষ খারাপ ভাবে নেবেন, ভোটের পরে তো দেখা হবেই। এত উন্নয়নের পরেও যদি কেউ বেইমানী করে তবে তাঁদের জন্য খেলা হবে।

আরও পড়ুন- BIG NEWS: হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

নির্বাচনের আর কিছুদিন বাকি। সেখানে নিজের ইচ্ছায় নিজের রাজনৈতিক বোধবুদ্ধির বিচারে মানুষ জনগণের প্রতিনিধিকে নির্বাচন করেন। সেখানেই যদি রাজনৈতিক নেতারা এইরকম হুমকি দেন তাহলে স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন ওঠেই!

তৃণমূল নেতার এহেন মন্তব্যের পর বিরোধী জোটের নেতা পার্থ ঘোষ জানিয়েছেন, এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।

Back to top button
%d