‘দলে আমার পাঁচ পয়সারও দাম নেই’, ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক, সিবিআইয়ের খাঁড়ার মাঝেই ভোলবদল তাপসের

নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় নাম জড়িয়েছে তাঁর। তাঁর বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আর এরপর থেকেই নিজের দলকেই নানানভাবে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। স্থানীয় নেতৃত্ব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কেউই বাদ যাচ্ছেন না তাঁর নিশানা থেকে। এবার ফের একবার দলকে নিয়ে বেসুরো বিধায়ক। অনেকের প্রশ্ন, তবে কী এবার দলবদলের চিন্তা ঘুরছে বিধায়কের মাথায়?
আজ, বৃহস্পতিবার ফের দলের নেতাদের একহাত নেন বিধায়ক তাপস সাহা। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। নদিয়া তৃণমূলের অবজার্ভার টিনা নামে এক মহিলা অভিষেকের ঘনিষ্ঠের অত্যন্ত কাছের বলেই পরিচিত। তাঁর হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি চিঠিও পাঠান তাপসবাবু। তবে তিনি এও জানান যে তিনি নিশ্চিত ওই চিঠি নির্দিষ্ট জায়গায় পৌঁছবে না। এদিন ফের বিধায়ক বুঝিয়ে দিয়েছেন যে জেলা নেতৃত্বর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাঁর।
এর আগে সিবিআইয়ের তদন্তের নির্দেশের বিষয়ে দলের কোনও সাহায্য পেয়েছেন কী না, তা প্রশ্ন করায় তাপসবাবু বলেছিলেন, “দল কোনও গাইডেন্স-পরামর্শ দেয়নি”।
এরপরই পাল্টা প্রশ্ন করে বিধায়ক বলেছিলেন, “শীর্ষস্তরীয় নেতা বলতে আপনি কাকে বোঝেন? দিদি। দিদিকে আমি শ্রদ্ধা করি। তিনি ব্যতিক্রমী। যেভাবে বাংলায় তিনি লড়াই করছেন, তাতে তিনিই আমাদের একমাত্র নেত্রী। তিনি আমার কাছে দেবতার থেকেও বেশি। মমতার পর আমি আর কাউকে মনে করি না। সিঙ্গুর, ভাঙড়, নন্দীগ্রাম-প্রত্যেকটা আন্দোলনেই গিয়েছি। কাউকে দেখিনি সেখানে”।
অভিষেকের সঙ্গে দেখা করার প্রসঙ্গে তাপস সাহা বলেন, “তিনি (অভিষেক) আমার সঙ্গে কখনও কথা বলেননি। আর অফিসে গেলেও চাকর-বাকর দিয়ে বার করে দেওয়া হয়। কলকাতার ক্যামাক স্ট্রিটের এবি অফিস থেকে বার করে দেওয়া হত”।
এরপরই বেশ আক্ষেপ প্রকাশ করেই তিনি বলেন, “দলে বিধায়কের পাঁচ পয়সারও দাম নেই”। তাপস সাহার এহেন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বেশ প্রশ্ন উঠেছে। ওয়াকিবহাল মহলের দাবী, সিবিআই তদন্তের কথা ওঠার পরই এবার তৃণমূল ছেড়ে বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছেন বিধায়ক। যদিও তাপসবাবুর দাবী, তিনি নির্দোষ, যে কোনও তদন্তের জন্য তিনি প্রস্তুত।