রাজ্য

WB Election 2021: মমতা’র পয়া শুক্রবারেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের! প্রথম দফার তালিকা প্রকাশ বিজেপি’র

বাংলা বিধানসভা নির্বাচন হতে আর এক মাস‌ও বাকি নেই‌। লড়াইয়ের ময়দান প্রস্তুত। সেখানেই এবার ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসক-বিরোধী সব দল। আংশিক নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

জানা‌ গেছে, আগামী শুক্রবার দুপুরে কালীঘাটে একসঙ্গে রাজ্যের ২৯৪ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার চারদিন পর নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করা হবে তৃণমূলের পক্ষ থেকে।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, ওই একই দিনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপিও।

প্রসঙ্গত, গতবারও শুক্রবারই (৪ঠা মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দোপাধ্যায় বরাবরই সন্তোষী মা’র পুজো করেন। সেইজন্য শুক্রবারকে ‘পয়া’ দিন হিসেবে মনে করেন। সেই প্রথা মেনে এবারও শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। গতবার সেই ‘পয়া’ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছিল তৃণমূল। একা লড়াই করে তৃণমূলের আসন সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছিল।

এখন‌ও পর্যন্ত একাধিক জনমত সমীক্ষা জানাচ্ছে, ২০২১ সালেও বাংলায় আসছে তৃণমূল কংগ্রেস‌ই। তবে এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা বলা বাহুল্য।

একইভাবে একাধিক তৃণমূল নেতার কাছেও সেই চ্যালেঞ্জটা কঠিন। তাঁদের জন্যই ‘পয়া’ নাও হতে পারে। এমনিতেই তৃণমূলের তরফে জানানো হয়েছে, ৮০ বছরের বেশি কাউকে টিকিট দেওয়া হবে না। যাঁরা অসুস্থ, ধকল কমানোর জন্য তাঁদেরও প্রার্থী তালিকায় রাখা হচ্ছে না বলে সূত্রের খবর। তার ফলে রাজ্যের একাধিক আসনের বিদায়ী বিধায়করা টিকিট পাবেন না। সেই সঙ্গে পারফরম্যান্সের ভিত্তি করেও অনেক বিদায়ী বিধায়কের টিকিট ভাগ্য নির্ভর করবে l

আরও পড়ুন–WB Election 2021: বড় চমক রাজ্য রাজনীতিতে, মোদীর ব্রিগেডেই মিমি চক্রবর্তীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল!!!

শাসকদল সূত্রে খবর, গত এক বছর বিধায়কদের সেই রিপোর্ট কার্ড সংগ্রহ করেছে ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোরের সংস্থা। স্থানীয় কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্যদের থেকে নেওয়া হয়েছে ‘ফিডব্যাক’। দলীয় স্তরে নিজেও খোঁজখবর নিয়েছেন মমতা। ফলে পারফরম্যান্স খারাপ হলে টিকিট পাবেন না বিদায়ী বিধায়করাও। সেক্ষেত্রে গোঁজ প্রার্থী হয়ে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও তৃণমূল শিবিরের বিশ্বাস, তাতে আখেরে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং জনমানসে ইতিবাচক বার্তা যাবে যে কাজ না করলে বরদাস্ত করা হবে না।

তৃণমূলের লক্ষ্যে প্রার্থী তালিকায় জায়গা করে নেবেন তরুণ প্রজন্মের একাধিক স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীরা। মহিলা প্রার্থীর সংখ্যাও নেহাত কম হবে না।

Back to top button
%d bloggers like this: