রাজ্য

Breaking: নন্দীগ্রাম দিবসে বড় পদক্ষেপ তৃণমূলের, কী হবে সেইদিন?

আগামী ১৪ই মার্চ নন্দীগ্রাম দিবস। চলতি বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আসন থেকে তৃণমূলের লড়ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি থেকে লড়াই করছেন মেদিনীপুরের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী তিনি একসময় তৃণমূলের অপরিহার্য অঙ্গ ছিলেন। গত মঙ্গলবার তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ছিল কিন্তু নন্দীগ্রামে গিয়ে মমতার আহত হওয়ার ঘটনায় তা পিছিয়ে যায়।

আরও পড়ুন – কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আজ পার্থ চট্টোপাধ্যায় জানালেন, আগামী রবিবার অর্থাৎ নন্দীগ্রাম দিবসের দিনেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। রবিবার রাজ্য রাজনীতিতে এক উত্তেজিত পরিস্থিতি তৈরি হতে চলেছে একথা চোখ বুজে বলে দেওয়া যায়। এই বছরের নির্বাচনী ইশতেহারে তৃণমূল কী কী বক্তব্য রাখেন সেটাই এখন দেখার।

Back to top button
%d