রাজ্য

WB Election 2021: ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে ২ শতাংশ সংখ্যালঘু, ৬ জন মুসলিমকে ভোটের টিকিট দিল বিজেপি

এবারের নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে পশ্চিমবঙ্গের নানান ইস্যুকে সঙ্গ করে ভোট লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ বেশ গুরুত্বপূর্ণ বিষয়। সেই আন্দাজ পাওয়া যায় বিজেপির প্রার্থী তালিকা দেখেই।

আজ বৃহস্পতিবার পঞ্চম থেকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ১৪৮ জনের নাম প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত  ২৯৪টি আসনের মধ্যে ২৭৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছ গেরুয়া শিবির। দেখা গেল, সেই ২৭৫টি নামের মধ্যে মাত্র ৬ জন সংখ্যালঘুর নাম রয়েছে তালিকায়।

আরও পড়ুন- তৃণমূলের মতোই বিজেপির প্রার্থী তালিকাও তারকাময়, কে কোথায় ভোটে দাঁড়াচ্ছেন, দেখে নিন

এর মধ্যে অন্যতম মাফুজা খাতুন। গত লোকসভা ভোটে জঙ্গিপুর থেকে ভোটে দাঁড়িয়ে সাড়ে ৩ লক্ষেরও বেশি ভোট পেয়েছিলেন মাফুজা। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সংসদীয় বৈঠকে মাফুজার তারিফও করেন। সেও মাফুজার উপর ফের ভরসা দেখিয়েছে গেরুয়া শিবির। সাগরদিঘি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে।

রঘুনাথগঞ্জ থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন গোলাম মোদার্শা। মুর্শিদাবাদের ডোমকল আসন থেকে রুবিয়া খাতুনকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও, মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রার্থী হয়েছেন মেহবুব  আলম। ওই জেলারই রানীনগর থেকে মাসুহারা খাতুনকে প্রার্থী করা হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন গুলাম শারওয়ার।

আরও পড়ুন- প্রার্থী তালিকা ঘোষণা হতেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির

সংখ্যালঘু এলাকা থেকেই এই ৬ জন সংখ্যালঘুকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপির সূত্রে খবর, আরও কয়েকজন সংখ্যালঘুকে প্রার্থী করার জন্য এক প্রবীণ নেতা অমিত শাহকে পরামর্শ দিয়েছেন। তবে তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা কমই রয়েছে বলে জানা যাচ্ছে।

Back to top button
%d bloggers like this: