রাজ্য

গুটকার প্যাকেট থেকে বের হচ্ছে ডলার! কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার মার্কিন মুদ্রা, তুমুল হইচই

গুটকার প্যাকেটে ডলার ভরে তা পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তদন্তকারীদের জন্য সেই চেষ্টা ব্যর্থ। ব্যাঙ্ককগামী বিমানে করে এক ব্যক্তি মার্কিন মুদ্রা পাচারের চেষ্টা করছিলেন। সেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার করল শুল্ক দফতর। যে পরিমাণ ডলার উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩২ লক্ষ টাকা। বিমানবন্দরের গোয়েন্দা বিভাগের তরফে এক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এত ডলার কোথা কীভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, এর সঙ্গে কোনও পাচারচক্রের যোগ রয়েছে কী না, তা নিয়ে চলছে তদন্ত।

রবিবার কলকাতা থেকে ব্যাঙ্ককগামী স্পাইস জেটের একটি বিমানে এক ব্যক্তি উঠেছিলেন। নিয়ম অনুযায়ী, শুল্ক বিভাগে অন্যান্য যাত্রীদের মতো তাঁর ব্যাগও পরীক্ষা করা হয়। সেই ব্যাগের ভিতর থেকে মেলে প্রচুর পরিমাণে গুটখার প্যাকেট।

আর সেই গুটকার প্যাকেটের মোড়ক খুলতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় সকলের। ওই প্যাকেটের মধ্যে ছিল ভর্তি মার্কিন ডলার। বিমানবন্দরের গোয়েন্দা বিভাগ তল্লাশি চালিয়ে ৪০ হাজার ডলার উদ্ধার করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা। ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় শুল্ক বিভাগ। ওই ব্যক্তির বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচারের চেষ্টার মামলা রুজু করা হতে পারে।

বিমানবন্দরে ওই ডলার উদ্ধারের একটি ভিডিও টুইট করা হয় সংবাদ সংস্থা এএনআই-য়ের তরফে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রলি ভর্তি রয়েছে এক বিশেষ কোম্পানির পান মশলার প্যাকেটে। আর সেই প্রত্যেক প্যাকেটে মধ্যে রয়েছে কাগজের মোড়ক। সেই মোড়ক খুলতেই বেরিয়ে আসছে মার্কিন ডলার।

ওই ব্যক্তিকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কলকাতা থেকে এভাবে বৈদেশিক মুদ্রা পাচারের আসল ঘটনা কী, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ওই আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তার কথায় অসংগতি রয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই ব্যক্তি এভাবেই পাচার করে থাকেন জিনিসপত্র। সেই কারণে তথ্য লুকোতে এমন নানান ধরণের কথাবার্তা বলছেন।

Back to top button
%d bloggers like this: