রাজ্য

‘নোবেল লরিয়েট নন অমর্ত্য সেন, উনি নোবেল প্রাইজ পান নি’, জমি-বিতর্কের মাঝেই বিস্ফোরক দাবী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর

জমি-বিতর্ক নিয়ে অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিশ্বভারতীর মধ্যে সংঘাত তুঙ্গে। এমন আবহেই এবার অর্থনীতিবিদকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবী, “অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন। উনি নোবেল প্রাইজ পান নি। উনি নিজে দাবী করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে”। আর উপাচার্যের এহেন দাবী বেশ শোরগোল ফেলে দিয়েছে নানান মহলে।

একদিকে যখন অমর্ত্য সেন দাবী করছেন যে জমি বিতর্ক নিয়ে তিনি খুব একটা মাথা ঘামাতে রাজি নন, সেই সময় নিজের বক্তব্যে অনড়ই রইলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবী, এমন দলিলপত্র রয়েছে যার থেকে এটা প্রমাণ হয় যে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। তিনি আরও জানান যে শুধুমাত্র অমর্ত্য সেনই নন, আরও অনেক ব্যক্তিই রয়েছেন যারা জমি দখল করেছেন। কোনও দ্বন্দ্বে না গিয়ে সামনাসামনি আলোচনা করার কথাও বলেন উপাচার্য।

গতকাল, বৃহস্পতিবার জমি বিতর্ক প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন। আপনারা হয়ত জানেন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজেকে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন বলে”।

নিজের এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে উপাচার্য বলেন, নোবেল পুরস্কারের যে ডিড বা দলিল প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, সেখানে ৫টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়ার কথা বলা হয়েছিল। পদার্থবিজ্ঞান, রসায়ন, মেডিসিন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল।

উপাচার্য আরও বলেন, “পরবর্তী কালে সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক এগিয়ে এসে অর্থনীতিতে নোবেলের জন্য টাকা দেওয়ার কথা বলে। তাই অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান”। উপাচার্যের কথায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারে যেভাবে আলফ্রেড নোবেলের মুখ খোদাই করা রয়েছে, অর্থনীতির নোবেলের ক্ষেত্রে তেমনটা হয় না।

এদিন উপাচার্য ফের দাবী করেন যে অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রয়েছেন। তাঁর আরও দাবী, অমর্ত্য সেন আদালতে যাচ্ছেন না কারণ তিনি জানেন যে আদালতে গেলে তিনি হেরে যাবেন। উপাচার্যের কথায়, “আমরা সামনা সামনি মিটিয়ে নিতে চাইছি, কারণ আমরা চাই না, পরবর্তীকালে উনি অসম্মানিত হন”।

প্রসঙ্গত, জমি-বিতর্ক নিয়ে তাঁকে নোটিশ পাঠানোর প্রসঙ্গ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অমর্ত্য সেন। তিনি বলেছেন, “অনেকেই আমাকে পছন্দ করেন না। তাঁরাও এর পিছনে থাকতে পারে”।

Back to top button
%d bloggers like this: