‘বেশি ট্যাঁফো কোরো না, আমরাও টেংরি খুলে দিতে জানি’, প্রকাশ্য সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি সিপিএম যুবনেত্রী মীনাক্ষীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Electoion)। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। চলছে সভা-পাল্টা সভা, একে অপরকে আক্রমণ সবই। একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) মতোই পঞ্চায়েত নির্বাচনেও তরুণ প্রজন্মকে সামনে রেখেই লড়াই চালাতে চাইছে সিপিএম (CPM)। আর সেই তরুণ নেতা-নেত্রীদের ঝাঁঝের উত্তাপের প্রমাণও মিলছে বৈ কী! এবার এক সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েই সিপিএম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) বলেন, “বেশি ট্যাঁফো কোরো না, টেংরি খুলে দিতে আমরাও জানি”।
গতকাল, বৃহস্পতিবার বনগাঁর গোপালনগরে গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। বনগাঁ থেকে যুব ফেডারেশনের কর্মীরা বাইক মিছিল করে মীনাক্ষীকে সভাস্থলে নিয়ে আসেন।
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যু নিয়ে কটাক্ষ করেন বামনেত্রী। তিনি বলেন, “সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তাঁদের উদ্দেশ্যে এই সভামঞ্চ থেকে বলতে চাই বেশি ট্যাঁফো কোরো না, টেংরি খুলে দিতে আমরাও জানি”।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েন নি মীনাক্ষী। তাঁর কথায়, “এখন আমাদের জাতীয় পাখি পরিবর্তন হয়েছে সাদা শাড়ি মাথায় ঝুঁটি কু কু করছে এখন জাতীয় পাখি”। এছাড়াও জেলে সরস্বতী পুজো করা নিয়েও ইচ্ছাপ্রকাশ করেন মীনাক্ষী। বলেন মানিক ভট্টাচার্য ও সুবীরেশ ভট্টাচার্য দুই বামুন সরস্বতী পুজো দেবেন জেলে আর পার্থ চট্টোপাধ্যায় ফিতে কাটবেন।
সিপিএম নেত্রীর এহেন কটাক্ষের পাল্টা জবাবও দেওয়া হয় ঘাসফুল শিবিরের তরফে। বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস তোপ দেগে বলেন, “একবার সিপিএমের দেখে নেওয়া উচিত ৩৪ বছরে যখন সরকারের ছিলেন তখন মানুষ ভোট দিতে যেতে পারতেন না। তাদের মুখে এটা মানায় না। ভোট ৫% থেকে ৬% ভোট কী করে নিয়ে যাওয়ার যায় সেটার জন্য কাজ করুক। বাচ্চা মেয়ে অনেক বাকি আছে পলিটিক্সের”।