রাজ্য

আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, বইবে ঝোড়ো হাওয়াও, কোন কোন জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস?

গতকাল, সোমবার তুমুল ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। এবার গতকালের পর আজ, মঙ্গলবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় আবার তাপপ্রবাহেরও সতর্কতা দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশে চড়া রোদ থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। যেমনটা সোমবার হয়েছিল।  

মাঝে কিছুদিন তাপমাত্রা কম থাকলেও গত কয়েকদিনে ফের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। তাপপ্রবাহের সতর্কতাও ছিল। তবে ঘূর্ণিঝড় ’মোকা’ বিদায় নিতেই রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল, সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের নানান এলায় বজ্রবিদ্যুত-সহ প্রবল বৃষ্টি হয়েছে। কয়েক মিনিটের ঝড়ের জেরে লণ্ডভণ্ড হয়ে যায় শহরের একাংশ।

ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি নানান জেলাতেও ঝড়ের দাপট ছিল। দক্ষিণের নানান জেলায় ঝড়ের তাণ্ডবে ৩ জনের মৃত্যু হয়েছে। এবার সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আজ বৃষ্টি হবে কী না, তা এখনও নিশ্চিত নয়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Back to top button
%d bloggers like this: