কিছুটা নামল তাপমাত্রার পারদ, শীতের দ্বিতীয় ইনিংস শুরু রাজ্যে, বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে বঙ্গে?

মকর সংক্রান্তির পর এবার শীত দ্বিতীয় ইনিংস শুরু করতে পারে বলে মনে করেছিলেন অনেকেই। জানুয়ারি মাস পড়তেই হাড়কাঁপানো শীতের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। কিন্তু গত কয়েকদিনে শীত যেন রাজ্য থেকে বিদায় নিয়েছিল। তবে এবার ফের কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ।
আজ, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। তবে স্বাভাবিকের চেয়ে যদিও বেশিই রয়েছে তাপমাত্রা। গতকাল, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা আজ কমে দাঁড়িয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।
গতকাল, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আজ, মঙ্গলবার তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাকি বাড়তেই কুয়াশা কেটেছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। এর জেরে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে। দক্ষিণবঙ্গেও মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
মকর সংক্রান্তির আগের কয়েক দিন কলকাতা ও কলকাতা-সংলগ্ন দক্ষিণবঙ্গের নানান জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। সাময়িক ভাবে ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছিল শীত। তাপমাত্রা এতই বেড়ে গিয়েছিল যে জানুয়ারি মাসেও গরম পোশাকের প্রয়োজন হয়নি।
জানা গিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কম ছিল। সেই কারণেই তাপমাত্রা বৃদ্ধি হয়। তবে সংক্রান্তির পর শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। মঙ্গলবার সেই অনুযায়ী পারদ কিছুটা নামতে দেখা গেল।