আচমকাই কমল শহরের তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, প্রেম দিবসে কী তবে ভিজবে বাংলা?

বছরের শুরুতে বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়লেও মাঘ মাসে সেভাবে ঠাণ্ডা অনুভূত হয়নি বঙ্গে। গোটা মাঘ মাসই যেন কাটল শীতের লুকোচুরিতে। মাঘ শেষের আগেই কী বঙ্গ থেকে শীত বিদায় নেবে, এমন প্রশ্নও উঠেছিল বঙ্গবাসীর মনে। তবে হালকা শীতের আমেজ এখনও রয়েছে বঙ্গে। তবে ফেব্রুয়ারিতেই যে শীতের বিদায় ঘণ্টা বাজবে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আজ, শুক্রবার সকালের দিকে শহরে হালকা শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। শুক্রবার শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটের সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ, শুক্রবার কলকাতায় তাপমাত্রা সামান্য কমেছে। গতকাল, বৃহস্পতিবার কলকাতার দিনের তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে রাতের তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ১৫ই ফেব্রুয়ারির পর বিদায় নেবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কিছু জায়গায় শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া ও কলকাতায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে গোটা রাজ্যেই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আজ সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ। আগামীকাল থেকে বাড়বে শহরের তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পাকিস্তান থেকে রাজস্থান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার এই তারতম্য উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হচ্ছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় কাশ্মীর ভ্যালি, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের নানান এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, চন্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।