সাতসকালে আচমকাই থেমে গেল মেট্রো, যান্ত্রিক গোলযোগে বন্ধ পরিষেবা, নাকাল নিত্যযাত্রীরা

ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট। এর জেরে মেট্রো পরিষেবাতে ঘটল বিঘ্ন। ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। যান্ত্রিক গোলযোগের কারণে আজ, শনিবার কালীঘাট স্টেশনের কাছে আচমকাই থেমে যায় মেট্রো। মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কাজে বেরিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছে শহরবাসী।
গোটা মেট্রো পরিষেবাই কী বন্ধ?
এই গোলযোগের জেরে বন্ধ হয়ে যায় রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে ময়দান ও কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে পরের স্টেশনগুলিতে যাত্রীরা আটকে রয়েছেন।
গোলযোগের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। মেরামত করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। তবে ঠিক কী কারণে মেট্রোতে এমন সমস্যা হয়েছে, তা স্পষ্ট করে জানায় নি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ দিনের ঘটনায় কোনও ট্রেন বাতিল করা হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত স্টেশনেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে খবর।
এদিকে মেট্রোতে গোলযোগ হতেই এর প্রভাব পড়েছে রাস্তাতেও। ভিড় বেড়েছে যাত্রীদের। মেট্রো না মেলায় বাস বা অটো করেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাদের। কেউ কেউ আবার আগের মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো নিতে নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন। আর এই সুযোগ নিচ্ছেন অটোচালকরা। ভাড়া বাড়িয়ে দিয়েছেন ইচ্ছেমতো। আর উপায় না থাকায় সেই বেশি ভাড়া দিয়েই নিজের কাজের জায়গায় যেতে হচ্ছে যাত্রীদের।