নরমে-গরমেই কাটবে রাখি, আকাশ মেঘলা থাকলেও বজায় থাকবে ভ্যাপসা গরম, ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টির কারণে ভ্যাপসা গরম খানিকটা কমেছিল। কিন্তু সোমবার থেকে বৃষ্টি কমার কারণে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। এর জেরে বেড়েছে ভ্যাপসা গরম। এমন প্যাচপ্যাচে গলদঘর্ম অবস্থায় নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।
রাখির দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে তাপমাত্রা যা স্বাভাবিকের থেকে বেশি। সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘামে ভিজতে হবেই।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আজ, রাখির দিন দক্ষিণের কিছু জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সামান্য বৃষ্টির সম্ভাবনা।
আজ, বুধবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শুক্রবার থেকে আবহাওয়া বদলাতে পারে। এদিন উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর তো বটেই, উত্তরের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার সঙ্গেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে উত্তরবঙ্গবাসীরও আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই।