কালীপুজোর সময়ই কী আছড়ে পড়বে ‘সুপার সাইক্লোন’? ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

কালীপুজোর সময়ই সুপার সাইক্লোন সিত্রাংয়ের আছড়ে পড়ার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এই নিয়ে নানান আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে আগামী ১৭ই অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাঁর কথায়, এই নিম্নচাপ আগামী ২৫শে অক্টোবর সুপার সাইক্লোনে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে। তবে এই বিষয়ে দিল্লির মৌসম ভবনের তরফে এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। সেই কারণে প্রশ্ন উঠেছে যে কালীপুজোর সময় সুপার সাইক্লোনের আশঙ্কা ঠিক কতটা?
এই বিষয়ে Geomorphologist ড. সুজীব কর বলেন, “সুপার সাইক্লোনের কোনও সম্ভাবনা নেই। কিন্তু, একটা সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এখনও পর্যন্ত যা পূর্বভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, ওডিশার উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় তা আছড়ে পড়তে পারে। জলোচ্ছ্বাসের তীব্রতা থাকতে পারে। খুব সম্ভবত ২৪ তারিখ এই ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে। দক্ষিণ আন্দামান সাগরে তা তৈরি হচ্ছে”।
তবে এই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয়, বাংলায় এর প্রভাব পড়ার কোনও সম্ভাবনা কী রয়েছে? এই প্রসঙ্গে ড. সুজীব কর বলেন, “উপকূলের জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া”। তবে তিনি জানিয়েছেন যে এর জেরে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে এই ঘূর্ণাবর্ত সম্পর্কে কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। আগামী ১৭ই অক্টোবরের পর থেকেই এই বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই সুপার সাইক্লোন নিয়ে কোনও পূর্বাভাস এখনই দেওয়া হয়নি। আইএমডি-র তরফে সেই কারণে মানুষকে অযথা উদ্বিগ্ন হতে বারণ করা হয়েছে।