রাজ্য পুলিশের মামলায় জামিন অনুব্রতর, এবার কোথায় ঠাঁই হবে কেষ্টর? অনুব্রতকে নিয়ে দিল্লি যাত্রায় ইডি-র কাঁটা কী সরল?

রাজ্য পুলিশের মামলায় জামিন পেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তৃণমূল কর্মীকে (TMC worker) খুন করার চেষ্টা করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। দুবরাজপুর থানার (Dubrajpur Police Station) পুলিশ মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই জামিন হল (bail) কেষ্টর।
গত সপ্তাহেই এক তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল পুলিশে অভিযোগ জানান যে গত বিধানসভা নির্বাচনের সময় দল ছাড়তে চাওয়ায় অনুব্রত মণ্ডল তাঁর গলা টিপে খুন করার চেষ্টা করেন। সেই অভিযোগে গত মঙ্গলবার রাজ্য পুলিশ গ্রেফতার করে গরু পাচার কাণ্ডে জেলে থাকা অনুব্রত মণ্ডলকে। সেদিনই তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে আদালত অনুব্রতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
আজ, মঙ্গলবার হেফাজত শেষে ফের অনুব্রতকে তোলা হয় দুবরাজপুর আদালতে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হয় কেষ্টকে। রাজ্য পুলিশের এই মামলায় কেষ্টর জামিন মঞ্জুর করেন দুবরাজপুর আদালতের বিচারক। এদিন ২ হাজার টাকার বিনিময়ে জামিন দেওয়া হয় অনুব্রতকে। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে আগামী ১লা জানুয়ারি।
এদিন এই মামলার শুনানিতে সরকারি আইনজীবী দাবী করেন যে অভিযুক্ত ও অভিযোগকারী, দু’জনেরই গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর আরও দাবী, এতদিন পুলিশি হেফাজতে থাকাকালীন অনুব্রত চুপচাপই ছিলেন। তবে গতকাল, সোমবার জিজ্ঞাসাবাদের সময় কিছু কথা বলেন তিনি।
রাজ্য পুলিশের মামলায় অনুব্রত জামিন পেতেই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার তাঁর ঠাঁই কোথায় হবে? কারণ অনুব্রতর মাথায় এখনও গরু পাচার কাণ্ডের মামলার খাঁড়া ঝুলছে। তাই এবার কী ফের তাঁকে আসানসোল জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে?
আসলে গত সপ্তাহের সোমবারই দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে রায় দেওয়া হয়েছিল যে গরু পাচার মামলায় ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে। কিন্তু এর ঠিক পরদিনই রাজ্য পুলিশ অনুব্রতকে গ্রেফতার করায় ও তাঁর পুলিশি হেফাজত হওয়ায় দিল্লি যাওয়ার পথে বাধা পড়ে। কিন্তু এখন যখন অনুব্রত খুনের চেষ্টার মামলায় জামিন পেয়েই গিয়েছেন, তাহলে ইডির তাঁকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনও বাধা নেই। এবার শুধু দেখার পালা, অনুব্রতর পরবর্তী গন্তব্য কোথায়? আসানসোল জেল নাকি তিহার জেল?