News

WB Election 2021:যশের সমর্থনে বাংলায় ভোট প্রচারে CAA ইস্যু নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিজ্ঞাপন

এদিন হুগলির চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে বেশ কয়েকবার রাজ্যে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই রাজ্যে ভােট প্রচারে এসে সিএএ , লাভ জেহাদ – সহ একাধিক বিষয়গুলি উত্থাপন করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে চলেছেন যােগী আদিত্যনাথ । এদিনের সভা থেকে ফের সিএএ নিয়ে সরব হন তিনি। আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ লাগামহীন রাজনৈতিক হিংসা! কোচবিহারে দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল ইট-বোমা, আহত প্রদেশ অধ্যক্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ “আরামবাগ ওসির ওপর আমি নজর রাখছি”, ভোট প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশনের রোষানলে মমতা

জনসভা থেকে যোগী আদিত্যনাথ বলেন , সিএএ ইস্যুতে গতবছর যখন উত্তাল হয়েছিল দেশ , সেই সময় তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভকারীদের সমর্থন করেছিল । কিন্তু সম্পূর্ণ উল্টো ছবি ছিল উত্তর প্রদেশে । তিনি বলেন তাঁর রাজ্যে তাঁর পরিচালিত সরকার দাঙ্গাকারীদের ছবি ও নাম দিয়ে হােডিং টাঙিয়েছিল । অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মত কড়া পদক্ষেপও গ্রহণ করা হয়েছিল । কিন্তু এই রাজ্যে যারা হিংসা ছড়িয়েছিল তাদের তৃণমূল ভােট ব্যাঙ্কের অংশ হিসেবেই চিহ্নিত করে কোনও কঠোর পদক্ষেপ নেয়নি বলেও অভিযােগ করেন তিনি । এদিন হুগলিতে বিজেপি প্রার্থী যশের সমর্থনে জনসভা করেন যােগী আদিত্যনাথ। ছিল উপচে পড়া ভিড় । একইসঙ্গে এদিন বৈদ্যবাটির সভা থেকেও ক্ষমতায় এলে আন্টি রোমিও স্কোয়াড গড়ার ডাক দিয়েছেন যোগী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading