৫৫ বছর বয়সে ডাক্তার! বয়স শুধুমাত্র সংখ্যা, প্রমান করলেন কৃষক

বয়স শুধুমাত্র সংখ্যা। ইচ্ছা থাকলে সব হয়। সংসার আর্থিক সমস্যা সব কিছুকে পিছনে ফেলে ৫৫ বছর বয়সে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বসে পড়েছেন পেশায় কৃষক কে রাজ্যাককোড়ি।
জীবনের শুরুদিকে চেয়েছিলেন ডাক্তার হতে। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় স্বপ্ন থেকে পিছিয়ে যেতে হয়। তারপর ১৯৮৪ সালে ওই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন অম্বাত্তিয়ানপাত্তির বাসিন্দা রাজ্যাককোড়ি। মাঝপথে পড়া ছাড়তে হয় তাঁকে। পদার্থবিদ্যা নিয়ে স্নাতক পাশ করার পর লেগে পড়েন চাষের কাজে।
তবে গত বছর ওড়িশার এক ব্যক্তি ৬৪ বছর বয়সে মেডিক্যালের প্রবেশিকায় পাশ করেন। আর তাঁর চেষ্টা দেখে ফের জেগে ওঠে তাঁর ঘুমিয়ে থাকা স্বপ্নটা। তাঁর ছোট ছেলে আর বাসুদেবন ইতিমধ্যেই NEET পরীক্ষা পাশ করেছে। দ্বিতীয়বারের চেষ্টায় ৫২১ ব়্যাঙ্ক নিয়ে সরকারি কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে সে। ছেলের বই খাতা মিয়া লেগে পড়েন তিনি।
পদার্থবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা ভাল হয়েছে বলে জানিয়েছেন তিনি। ৪৬০-এর বেশি নম্বর পাওয়ার আশা রয়েছে তাঁর। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি মেডিক্যাল কলেজে পড়তে চান ৫৫ বছরের তামিলনাড়ুর এই কৃষক।