দিনে মাত্র ১ ঘণ্টা কাজ, তাতেই বেতন কোটি টাকা, গুগল কর্মীর বেতন জেনে চমকে উঠলেন নেটবাসী

কম করে আট ঘণ্টা তো কাজ করতেই হয় যে কোনও সংস্থায়। কোনও কোনও বেসরকারি সংস্থায় আবার ১২ ঘণ্টা ধরেও কাজ করেন কর্মীরা। কিন্তু তাতেও বসকে খুশি করতে পারেন না। নিজের পরিশ্রম অনুযায়ী বেতন পান না অনেকেই। কিন্তু দিনে মাত্র ঘণ্টাখানেক কাজ করেই ১ কোটিরও বেশি টাকা বেতন পান, এমন কর্মীও রয়েছেন। বিশ্বখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের এক কর্মী এমনটাই জানিয়েছেন।
কী এমন কাজ করেন ওই কর্মী?
গুগলের ওই কর্মীর নাম ডেভন। তিনি মাত্র ২০ বছর বয়সেই বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা বেতন পান। তিনি জানান যে তিনি দিনে বড়জোর এক ঘণ্টা কাজ করেন। তবে বোনাস-সহ সংস্থার সমস্ত সুবিধাই পান তিনি।
ওই কর্মী জানিয়েছেন, তিনি প্রযুক্তিবিদ গুগলের জন্য প্রোগামিং ও কোড লেখার কাজ করেন। সংস্থার তরফে মেসেজ পেলেই ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েন তিনি। এক ঘণ্টা মতো কাজ করে ফের বিশ্রাম।
কিন্তু মেসেজ খেয়াল না করলে তো চাকরি চলে যেতে পারে!
এই বিষয়ে ডেভন জানান, “তাতে কিছু এসে যায় না। এটাই আমার শেষ চাকরি না। কাজ হারালেই পৃথিবী শেষ হয়ে যায় না”। এর পাশাপাশি গুগলের বেশ প্রশংসাও করেছেন যুবক। তিনি জানান যে অ্যাপেলের মতো সংস্থায় দীর্ঘ সময় কাজ করতে হয়। কিন্তু গুগলের কর্মীরা প্রয়োজন মতো কাজ করেন। কাজের পাশাপাশি নিজের জীবন উপভোগ করতেও পারেন তারা।