রাজ্য

৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে, সিআইডি তদন্ত বন্ধ করে ইডি-সিবিআইকে তদন্তের দায়িত্ব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার তদন্ত করছিল সিআইডি। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে।

কিন্তু সিআইডি-র এই তদন্তে মামলাকারীরা সন্তুষ্ট ছিলেন না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে এই ঘটনায় সিবিআই-ইডির হস্তক্ষেপ চেয়েছিলেন তারা। সেই মামলার শুনানিতেই আজ, শুক্রবার এই দুর্নীতির ঘটনায় সিআইডি-র তদন্ত বন্ধ করে সেই তদন্তভার ইডি-সিবিআইকে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কী অভিযোগ ছিল?

রাজ্যে পঞ্চায়েত ভোটের মেখলিগঞ্জের স্ট্রং রুমে কারচুপির অভিযোগ উঠেছিল। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গতকাল, বৃহস্পতিবার মেখলিগঞ্জ যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখান থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যান তিনি। আজ, শুক্রবার তাঁর এজলাসে এই মহিলা ঋণদান স্মনায় সমিতিতে ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতির মামলাটি ওঠে।

এই মামলায় সিআইডি-র তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীর আইনজীবী। এরপরই এই মামলায় সিআইডি তদন্ত বন্ধ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় ইডি ও সিআইডির তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

এদিন আবেদনকারীর আইনজীবী বিচারপতিকে জানান, সংশ্লিষ্ট সমবায়ে প্রায় ২১ হাজার সদস্য রয়েছেন। কিন্তু সেখানে কাদের ঋণ দেওয়া হয়েছে, তার সঠিক কোনও নথি নেই। সবমিলিয়ে প্রায় ৫০ কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবী করেন সংশ্লিষ্ট আইনজীবী।

আইনজীবীর বক্তব্য শুনেই এই মামলার তদন্তভার রাজ্য গোয়েন্দাদের থেকে হস্তান্তর করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। ১২ অক্টোবরের মধ্যে এই মামলায় প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Back to top button
%d bloggers like this: