অফবিট

ভাবা যায়! বিচারকের ছেলের দশ হাজারী জুতো চুরি, সব কাজ ফেলে হন্যে হয়ে জুতোচোর খুঁজছে পুলিশ

একেই বুঝি বলে মশা মারতে কামান দাগা! জুতোচোরকে ধরার জন্য থানার ভিতরে হুলস্থূল কাণ্ড বেঁধে গেল। বিচারকের ছেলের মহার্ঘ্য জুতো চুরি গিয়েছে। এই নিয়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই চলছে জুতো চোরকে ধরার কাজ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আসল চোরকে খুঁজে পেলে যে তার কপালে বেশ দুঃখ রয়েছে, তা বলাই বাহুল্য। এসব কাণ্ড দেখে আমজনতা বলছে, সাধারণ মানুষের টাকা, দামী গয়না চুরি গেলে তো এমন তৎপরতা দেখা যায়। আর এখন জুতো চোরকে ধরতে এত হুলস্থূল।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে রাজস্থানে। জানা গিয়েছে, ওই বিচারকের নাম জোগেন্দ্র কুমার আগরওয়াল। তিনি রাজস্থানের আলোয়ারে পস্কো আদালতের বিচারক। সম্প্রতি জয়পুরের বাদি ছৌপার এলাকায় ব্রিজ নিধি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জোগেন্দ্রর ছেলে। বাইরে জুতো খুলে পুজো দিয়ে বেরিয়ে দেখেন জুতোজোড়া হাওয়া। তখনই মানক চক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন খোদ বিচারক।

পুলিশ সূত্রে খবর, বিচারকের ছেলের ওই জুতোর দাম ১০ হাজার টাকা। সেই মহার্ঘ্য জুতো ফিরে পেতেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। এর জেরেই রাজস্থান পুলিশে এক কর্মকাণ্ড শুরু হয়েছে। মানক চক থানার হেড কনস্টেবলের নেতৃত্বে গঠন হয়েছে তদন্তকারী কমিটি। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত বিচারকের ছেলের জুতোর হদিশ মেলেনি।

Back to top button
%d bloggers like this: